• facebook
  • twitter
Friday, 22 November, 2024

পয়লা বৈশাখে মন মাতাবে ‘মনি বৈশাখী ব্লাস্ট’ 

কলকাতা , ৭ এপ্রিল – বাংলা ক্যালেন্ডারে পয়লা বৈশাখ আসতে আর কয়েকটা দিনের অপেক্ষা। আর ঠিক এক সপ্তাহ পরেই বাঙালির নতুন বছরে পদার্পন ঘিরে নানা পরিকল্পনা। কোথায় খাওয়া হবে, কোথায় যাওয়া হবে তা নিয়ে চর্চা চলছে। পয়লা বৈশাখে শহরবাসীকে বড় চমক দিচ্ছে উত্তর কলকাতার মনি স্কোয়ার।  ‘মনি বৈশাখী ব্লাস্ট’ নামকরণের মধ্যে লুকিয়ে আছে অনেক রকম উপহার।

কলকাতা , ৭ এপ্রিল – বাংলা ক্যালেন্ডারে পয়লা বৈশাখ আসতে আর কয়েকটা দিনের অপেক্ষা। আর ঠিক এক সপ্তাহ পরেই বাঙালির নতুন বছরে পদার্পন ঘিরে নানা পরিকল্পনা। কোথায় খাওয়া হবে, কোথায় যাওয়া হবে তা নিয়ে চর্চা চলছে। পয়লা বৈশাখে শহরবাসীকে বড় চমক দিচ্ছে উত্তর কলকাতার মনি স্কোয়ার।  ‘মনি বৈশাখী ব্লাস্ট’ নামকরণের মধ্যে লুকিয়ে আছে অনেক রকম উপহার। গান, আড্ডা, খাওয়া দাওয়া কি না রয়েছে সেই বৈশাখী ব্লাস্টের ঝোলায়। ৭ এপ্রিল থেকে শুরু হয়ে ৯ এপ্রিল পর্যন্ত থাকবে কেনাকাটার ওপর বিশেষ ছাড়। এছাড়াও ১৬ এপ্রিল পর্যন্ত ক্রেতাদের জন্য নানারকম সুযোগ সুবিধে থাকবে।

যারা খেতে ভালোবাসেন, তাঁদের জন্য ফুড কোর্টেও থাকবে আকর্ষণীয় ছাড়।  মাত্র ৭১ টাকায় সুস্বাদু, মনের মতো খাবারের অর্ডার দিতেই পারেন। বৈশাখী এই সপ্তাহে মূল অনুষ্ঠান শুরু হবে বিকেল চারটে থেকে। চলবে রাত ৯ টা পর্যন্ত। বৈশাখী ব্লাস্টকে আরও চমকদার করতে মনি স্কোয়ারে হাজির থাকবে ‘দ্য গোসাই গ্যাং’, ‘চন্দ্রবিন্দু’ , ‘ডিলিট’- এ র মতো ব্যান্ডও। সুতরাং এখনো কোন প্ল্যান না হয়ে থাকলে ঢুঁ মারতেই পারেন মনি স্কোয়ারে।