কলকাতা , ২০ সেপ্টেম্বর — প্রতিবছরের ন্যায় এবছরেও বাঙালি পুজোর খুশিতে মাতোয়ারা। কিন্তু তাতে যেন কোথাও বাঁধ সাধছে বৃষ্টির পূর্বাভাস। তা নিয়ে আশঙ্কায় বাঙালি।পুজোর ঠিক আগেভাগেই বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর । তবে মঙ্গলবার সকালেই এল সুখবর। নিম্নচাপ গতিপথ বদলে ওড়িশা অভিমুখে চলে যাওয়ায় আপাতত রাজ্যে ভারী বৃষ্টির আশঙ্কা কমছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে মৌসুমী বায়ুর বিদায়পর্ব শুরু হয়ে গেছে। আজ মঙ্গলবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। কোথাও কোথাও দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। নিম্নচাপের জেরে কলকাতা সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় আজ ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে