দশম বারের হাজিরাও এড়ালেন মন্ত্রী মলয় ঘটক 

কলকাতা, ১৯ জুন– ১০ বারের ডাকে তিনি সারা দেন কিনা তাই নিয়ে কৌতূহল ছিল। কিন্তু দেখা গেল ইডির দেওয়া সেই দশম ডাকও এড়ালেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। কয়লা পাচার মামলায় ইডির তলবে আবারও হাজিরা দিলেন না রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক । সোমবার দিল্লির ইডি অফিসে তাঁকে তলব করা হলেও তিনি গেলেন না। মন্ত্রীর তরফে ইডিকে না যাওয়ার কারণ হিসেবে জানানো হল, সামনে পঞ্চায়েত ভোট । তিনি প্রচারের কাজে জেলা সফরে ব্যস্ত। সেই কারণে এখনই দিল্লি যেতে পারছেন না। 

উল্লেখ্য, গত ৫ তারিখ রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে দশম নোটিস পাঠিয়ে ইডি। তাঁকে দিল্লির ইডি দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেয়। তার ঠিক আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকেও একই নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশমতো ইমেল করে তৃণমূল বিধায়কের সময় চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু পরপর দু’বার তিনি ইমেলের জবাব দেননি বলে সূত্রের খবর। অবশেষে তৃতীয়বার ইমেল করার পর জিজ্ঞাসাবাদের জন্য ইডিকে সময় দিয়েছিলেন তিনি। সেই মর্মেই ১৯ তারিখ অর্থাৎ সোমবার তাঁর যাওয়ার কথা ছিল।

কিন্তু ইতিমধ্যে রাজ্যে পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। শাসকদলের বহু গুরুত্বপূর্ণ নেতাই গ্রাম বাংলায় ঘুরে প্রচারের দায়িত্ব পেয়েছেন। তার মধ্যে একজন আইনমন্ত্রী মলয় ঘটকও। কিন্তু এদিন তিনি ইডিকে জানিয়ে দেন, প্রচারের কাজে মুর্শিদাবাদে রয়েছেন এই মুহূর্তে। এখন দিল্লি যেতে পারবেন না। তবে পরবর্তী সময়ে ইডিকে তদন্তে সাহায্য করার কথাও জানান তিনি। তবে এর আগে বহু বার ইডির তলব এড়িয়েছেন মন্ত্রী। এইবারও এড়ালেন। তবে না যাওয়ার এই কারণ শুনে এরপর তাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার।