উত্তরপ্রদেশ:- রামমন্দির নিয়ে বৈঠকে বসতে চলেছেন মোদী-যোগী। সূত্রের খবর জানা গিয়েছে, যোগী আদিত্যনাথ অন্য সব কিছুর সঙ্গে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দিল্লি যাত্রার খরবে উত্তর প্রদেশে তোলপাড় বেড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামমন্দিরের উদ্বোধন করবেন। এমনই পরিস্থিতিতে এখন থেকেই এর প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, আগামী জানুয়ারি মাসে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হওয়ার কথা রয়েছে। এর জন্য প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। ১৪ই জানুয়ারি মকর সংক্রান্তির পরে রাম মন্দিরে ভগবান রামলালার প্রাণ প্রতিষ্ঠা পুজো হবে। সূত্রের খবর, জ্যোতিষিদের মতে, ২১ থেকে ২৪ জানুয়ারির মধ্যে মন্দিরের উদ্বোধন হতে পারে। তারিখগুলি প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী মোদী তার সময়সূচী অনুযায়ী চারদিনের মধ্যে থেকে একটি তারিখ বেছে নেবেন। সেই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এই বৈঠকে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান এবং এর প্রস্তুতি সম্পর্কে প্রধানমন্ত্রী মোদীকে তথ্য দিতে পারেন। পাশাপাশি উদ্বোধনের তারিখ নিয়েও উভয়ের মধ্যে আলোচনা হতে পারে। মন্দিরের উদ্বোধনের তারিখ মোটামুটি ঠিক হলেও, সেই মন্দিরের রামলালার অভিষেকের অনুষ্ঠান একসপ্তাহ থেকে শুরু করা হবে। এর জন্য সারা দেশে বড় বড় মন্দিরে পুজো করা হবে। বেশি সংখ্যাক লোক এই অনুষ্ঠান যাতে দেখতে পারেন, তার জন্য বিভিন্ন জায়গায় এলইডি বসানো হবে। রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময় ঘরে ঘরে লাড্ডু বিতরণ করা হবে।