• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

৭১ হাজার কেন্দ্রীয় চাকরির নিয়োগপত্র দেবেন মোদি 

দিল্লি, ১১ এপ্রিল–  ১০ লক্ষ নিয়োগ করার লক্ষ্যমাত্রায় আরো এগোল মোদি সরকার। রোজগার মেলায় প্রায় ৭১ হাজার নিয়োগপত্র দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১৩ এপ্রিল ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের অধীনে বিভিন্ন পদে ওই দিন নিয়োগপত্র তুলে দেওয়া হবে। আগামী ১০ মে কর্নাটকে বিধানসভা নির্বাচন। এ ছাড়াও চলতি বছরে ছত্তীসগঢ়, তেলঙ্গানা, মিজোরাম, মধ্যপ্রদেশ

দিল্লি, ১১ এপ্রিল–  ১০ লক্ষ নিয়োগ করার লক্ষ্যমাত্রায় আরো এগোল মোদি সরকার। রোজগার মেলায় প্রায় ৭১ হাজার নিয়োগপত্র দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১৩ এপ্রিল ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের অধীনে বিভিন্ন পদে ওই দিন নিয়োগপত্র তুলে দেওয়া হবে।

আগামী ১০ মে কর্নাটকে বিধানসভা নির্বাচন। এ ছাড়াও চলতি বছরে ছত্তীসগঢ়, তেলঙ্গানা, মিজোরাম, মধ্যপ্রদেশ রাজস্থানে বিধানসভা নির্বাচন রয়েছে। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে কর্মসংস্থানে আরও জোর দিল মোদি সরকার। যা রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ।

কেন্দ্রের তরফে আগে ঘোষণা করা হয়েছিল যে, ২০২৪ সালে লোকসভা নির্বাচনে আগে দেড় বছরের মধ্যে ১০ লক্ষ নিয়োগ করার লক্ষ্যমাত্রা নিয়েছেন প্রধানমন্ত্রী। সেই লক্ষ্যপূরণ করতেই রোজগার মেলার উদ্যোগ।

গত অক্টোবরেও একই ভাবে ৭৫ হাজার নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছিল চাকরিপ্রার্থীদের হাতে। এর পর, গত নভেম্বর মাসে আরও ৭১ হাজার সরকারি চাকরির নিয়োগপত্র বিলি করেছিলেন প্রধানমন্ত্রী। আগামী ১৩ এপ্রিল আরও ৭১ হাজার সরকারি চাকরির নিয়োগপত্র বিলি করা হবে।

ক্ষমতায় এলে বছরে ২ কোটি চাকরির ব্যবস্থা করা হবে অতীতে প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদী। কিন্তু ২০১৪ সালে ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি পূরণ করতে মোদী সরকার ব্যর্থ হয়েছে বলে একাধিক বার সরব হয়েছে কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধী দলগুলি। এই আবহে রোজগার মেলা চালু করেছে সরকার।