ছত্তিশগড়, ৩০ সেপ্টেম্বর – ছত্তিশগড়ে ইন্ডিয়া জোটকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচন আসন্নপ্রায়। সেদিকে লক্ষ্য রেখেই ভোটের ময়দানে নেমেছেন স্বয়ং মোদি। শনিবার বিলাসপুরে ‘পরিবর্তন মহাসংকল্প সমাবেশে’ ভাষণ দেন মোদি। সেই সমাবেশ থেকেই সরাসরি রাজ্যের শাসক দল কংগ্রেসকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী ।মোদি বলেন, “আমি বিলাসপুরে বহুবার এসেছি। তবে আজকের মতো এই রকম উৎসাহ,আবেগ আগে চোখে পড়েনি। বর্তমানে ছত্তিশগড় সন্ত্রাস, হিংস্রতা ও অপশাসনে জীর্ণ। তাই ছত্তিশগড়ের মানুষ কংগ্রেস সরকারকে সরিয়ে বিজেপি সরকার আনতে চায়। কংগ্রেসের প্রতিটি প্রকল্পে ছত্রে ছত্রে দুর্নীতি হয়েছে। কংগ্রেসের অপশাসন, দুর্নীতির শিকার ছত্তিশগড়ের মানুষ।