ফের বিশ্বের সেরা নেতা মনোনীত হলেন মোদি 

দিল্লি, ৯ ডিসেম্বর –  আবারও বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতার শিরোপা জিতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মনিটরিং কনসালট্যান্ট নামে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংস্থার করা সমীক্ষায় ভারতের প্রধানমন্ত্রীকে সব থেকে জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে বেছে নিয়েছেন মানুষ৷ ওই সমীক্ষা অনুযায়ী প্রায় ৭৬ শতাংশ জনসমর্থন নিয়ে এই তকমা জিতেছেন মোদি৷

মার্কিন যুক্তরাষ্ট্রের মনিটরিং কনসালট্যান্ট নামক সংস্থাটির সমীক্ষা চালানো হয়েছে মোট ২২টি দেশে। ২৯ নভেম্বর থেকে শুরু হয়ে ৫ ডিসেম্বর পর্যন্ত এই সমীক্ষা চলে। তার উপর ভিত্তি করেই ফল ঘোষণা করেছে সংস্থাটি। সমীক্ষায় সবার প্রথমে রয়েছে নরেন্দ্র মোদির নাম। সদ্য বিধানসভা নির্বাচনের ফলাফল ঘরেও দেশের হিন্দি বলয়ে মোদিরই জয়জয়কার। আবার তখনই সামনে এল এই রিপোর্ট। সমীক্ষার ‘গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল রেটিং ট্র্যাকার’ অনুযায়ী, ৭৬ শতাংশ ভারতীয়র ভরসা রয়েছে মোদির উপর । তাঁর নেতৃত্বেই আস্থা করছেন দেশের বেশির ভাগ মানুষ। সমীক্ষায় অংশ নেওয়া ভারতীয়দের মাত্র ১৮ শতাংশ মনে করেন, মোদি যোগ্য নেতা নন। ভোট দেননি ৬ শতাংশ মানুষ।

এই তালিকায় ৬৬ শতাংশ জনসমর্থন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্ড্রেজ ম্যানুয়েল লোপেজ। তাঁর থেকে প্রায় দশ শতাংশ বেশি পয়েন্ট পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী৷ ৫৮ শতাংশ জনসমর্থন নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন সুইৎজারল্যান্ডের প্রেসিডেন্ট আলিয়ান বারসেট এবং তার পরেই নাম রয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভার৷ এই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন৷ তিনি ৪০ শতাংশ রেটিং পেয়েছেন৷ মোট ২২ জন রাষ্ট্রনেতাকে নিয়ে এই সমীক্ষা করেছিল মার্কিন সংস্থাটি৷


এই সমীক্ষায় সমস্ত রাষ্ট্রনেতাদের মধ্যে সবথেকে কম নেতিবাচক সমর্থন পেয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী, ১৮ শতাংশ৷ এই সংস্থার আগের সমীক্ষাতেও শীর্ষস্থান দখল করেছিলেন মোদি৷ 

তবে এই প্রথম নয়, এর আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের এই সংস্থার সমীক্ষা রিপোর্টে প্রথম স্থান দখল করেছেন ভারতের প্রধানমন্ত্রী। এই সমীক্ষা চলাকালীনই দেশের হিন্দি বলয়ের তিন রাজ্য, রাজস্থান, মধ্য প্রদেশ এবং ছত্তিশগড়ে বড় সাফল্য পেয়েছে । আর গোটাটাই মোদী ম্যাজিকে ভর করেই সম্ভব হয়েছে বলে মনে করছে গেরুয়া শিবির।