ডিজিটাইলেজশনের লাভ, রদ্দি বেচে ১১৬৩ কোটি ঘরে তুলল মোদি সরকার

দিল্লি, ২৯ ডিসেম্বর– একেই বলে ছাই বেচে কুবের৷ মোদি সরকার যা করে দেখাল তা সত্যিই চমকে দেওয়ার মত৷ স্রেফ পুরনো নথি, কাগজপত্র, ভাঙা মেশিনের মতো আবর্জনা বেচেই ১১৬৩ কোটি টাকা রোজগার করে ফেলল কেন্দ্র৷ এর মধ্যে স্রেফ গত অক্টোবর মাসেই রোজগার হয়েছে ৫৫৭ কোটি টাকা৷ কেন্দ্রের পরিসংখ্যান বলছে, ২০২১ সালের অক্টোবর মাস থেকে পুরনো কাগজপত্র, নথিপত্র, ফাইল, পুরনো যন্ত্রপাতি, ফার্নিচার ইত্যাদি বেচেই ১ হাজার ১৬৩ কোটি টাকা আয় হয়েছে৷
মোদি সরকার দীর্ঘদিন ধরেই সরকারি কাজকর্মে ডিজিটালাইজেশনে জোর দিচ্ছে৷ অধিকাংশ কাজেই এখন ই-ফাইলের উপর বেশি জোর দেওয়া হচ্ছে৷ এমনকী বাজেটেও ব্যবহার করা হচ্ছে ট্যাব৷ অর্থাৎ, সব কিছুরই ডিজিটালাইজেশন হচ্ছে৷ তাই কাগজের ফাইলের প্রয়োজন ফুরিয়েছে৷ তাই বিপুল ফাইল অকেজো হয়ে যাচ্ছে৷ সেগুলো বেচেই কোটি কোটি টাকা রোজগার করেছে সরকার৷
গত বছর অক্টোবর মাসে সরকারের বিভিন্ন দপ্তরে সাফাই অভিযান শুরু করেছিল মোদি সরকার৷ সেই এক মাসেই প্রায় সাড়ে পাঁচশো কোটি টাকা রোজগার হয়েছে সরকারের৷ সূত্র বলছে, গত দু বছরে স্রেফ ফাইল বিক্রি হয়েছে ৯৬ লক্ষ৷ তাতে ৩৫৫ লক্ষ বর্গফুট জায়গাও খালি হয়েছে৷ সেই জায়গাও ব্যবহূত হয়েছে অন্য কাজে৷ আসলে তাৎপর্যপূর্ণভাবে ভারতের চন্দ্রযান ৩ মিশনে খরচ হয়েছিল ৬০০ কোটির আশেপাশে৷ আগের চন্দ্রযানেও খরচ হয়েছে এর আশেপাশেই৷