• facebook
  • twitter
Friday, 22 November, 2024

চিনা মোবাইল প্রসঙ্গ টেনে রাহুলকে ‘মূর্খদের সর্দার’ বলে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রীর

ভোপাল, ১৪ নভেম্বর– এবার চিনা মোবাইলকে হাতিয়ার করে রাহুল গান্ধির বিরুদ্ধে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মঙ্গলবার মধ্যপ্রদেশে নির্বাচনী সমাবেশে রাহুলের একটি মন্তব্যকে হাতিয়ার করে তাঁকে মূর্খদের সর্দার বলে তীব্র উপহাস করেন মোদি৷ যদিও এখানে তিনি রাহুলের নাম নেননি৷ এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘শুনলাম সোমবার কংগ্রেসের এক জ্ঞানীগুণী নেতা নির্বাচনী ভাষণে বলেছেন, আপনাদের হাতে হাতে

ভোপাল, ১৪ নভেম্বর– এবার চিনা মোবাইলকে হাতিয়ার করে রাহুল গান্ধির বিরুদ্ধে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মঙ্গলবার মধ্যপ্রদেশে নির্বাচনী সমাবেশে রাহুলের একটি মন্তব্যকে হাতিয়ার করে তাঁকে মূর্খদের সর্দার বলে তীব্র উপহাস করেন মোদি৷ যদিও এখানে তিনি রাহুলের নাম নেননি৷ এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘শুনলাম সোমবার কংগ্রেসের এক জ্ঞানীগুণী নেতা নির্বাচনী ভাষণে বলেছেন, আপনাদের হাতে হাতে নাকি সব চাইনিজ মোবাইল৷ এই কথা মূর্খদের সর্দার ছাড়া আর কে বলতে পারেন৷’
প্রসঙ্গত, সোমবার মধ্যপ্রদেশের সভায় রাহুল জনতার উদ্দেশে বলেছিলেন, আপনাদের হাতে হাতে চিনা মোবাইল, শার্টের কলারে দেখুন, মেড ইন চায়না লেখা৷ প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে ‘মেড ইন চায়না’র পরিবর্তে ‘মেড ইন মধ্যপ্রদেশ’ পণ্য ব্যবহারের সুযোগ করে দেবে৷
এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, ‘পাঁচ বছর আগে কংগ্রেস নেতারা আমাকে দিনে পাঁচবার গালি দিতেন৷ এখন পঞ্চাশ বার দেন৷ আমার তাতে কিছু যায় আসে না৷ দুর্ভাগ্যের হল কংগ্রেস নিজের দেশকে চিনতে শেখেননি৷ তাঁরা দেশের উন্নয়ন, পরিবর্তন দেখতে পান না৷ প্রধানমন্ত্রীর দাবি, ভারতে এখন বিপুল পরিমাণে মোবাইল সেট তৈরি হচ্ছে৷ হাতে হাতে চিনা মোবাইল থাকার অভিযোগ ভিত্তিহীন৷
যদিও মোদির আক্রমণ নিয়ে কংগ্রেস এখনও দলগত প্রতিক্রিয়া দেয়নি৷ রাজনৈতিক মহল মনে করছে প্রধানমন্ত্রীর এমন অবমাননাকর মন্তব্যের কড়া জবাব দেবে কংগ্রেস৷ গুজরাত দাঙ্গার পর ওই রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘মউত কি সওদাগর’ বলে আক্রমণ শানিয়েছিলেন তৎকালীন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি৷ সোনিয়া মন্তব্য প্রত্যাহার না করলেও পদ্ম শিবিরে তীব্র আক্রমণের মুখে পডে়ছিলেন৷