মোদি মন্ত্রিসভায় ইউপিআই লেনদেনে ইনসেনটিভের সিদ্ধান্ত 

দিল্লি, ১১ জানুয়ারি– ডিজিটাল লেনদেন নিয়ে এবার বড় সিদ্ধান্ত কেন্দ্রের । বুধবার মোদির মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয়, ভিম ইউপিআই-এর মাধ্যমে লেনদেন করলে দেওয়া হবে ইনসেনটিভ। স্বল্প অর্থের লেনদেনের জন্য এই স্কিম চালু করা হল।

২০১৬ সালের ৮ নভেম্বর নোটবন্দির সময় থেকেই ডিজিটাল লেনদেনের ওপর বিশেষ জোর দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় নোটবন্দির কথা ঘোষণা করেছিলেন। বাতিল হয়েছিল পুরনো ১০০০ ও ৫০০ টাকার নোট।

তারপর থেকেই গুগল পে, ফোন পে ইত্যাদির মতো ডিজিটাল প্ল্যাটফর্মের প্রতি দেশবাসী ঝুঁকতে শুরু করে। মোদি সরকারও ভিম ইউপিআই নামে একটি নতুন অ্যাপ নিয়ে আসে। সেই অ্যাপকেই নতুন করে জনমানসে মধ্যে ছড়িয়ে দিতেই এই ইনসেনটিভের উদ্যোগ নেওয়া হয়েছে বলে মত অনেকের।