দার্জিলিং:- বন্দে ভারত পর দার্জিলিং-এ ভারতীয় রেলের ট্র্যাকে ছুটবে আধুনিক হাইড্রোজেন ট্রেন। সেই লক্ষ্যেই চলছে কাজ। খুব শীঘ্রই হাইড্রোজেন ট্রেন রেল ট্র্যাকে নামানোর প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে। সূত্রের খবর, এই বছর অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বরে সম্ভবত পাকাপাকি ভাবে ভারতের ট্র্যাকে ছুটবে হাইড্রোজেন ট্রেন। বিভিন্ন রাজ্যের পাশাপাশি বাংলাতেও হাইড্রোজের ট্রেন ছুটবে বলে জানা গিয়েছে। দার্জিলিং হিমালয়ে রেলওয়ের মধ্যে এই ট্রেন চলবে বলে সূত্রের খবর। এই ট্রেনগুলিতে হাইড্রোজেনকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। এই ট্রেনগুলি কার্বন ডাউ অক্সাইড পরিবেশে কোনও ভাবে ছড়ায় না। এমনকি নাইট্রোজেন অক্সাইড বা কণা পদার্থের মতো ক্ষতিকারক গ্যাস নির্গত করে না। ফলে অনেক বেশি পরিবেশবান্ধব। এমনকি কোনও আওয়াজ করে না এই এই ট্রেন। আগামিদিনে ভারতীয় রেলকে গ্রিন ইন্ডিয়া হিসাবে তুলে ধরা হবে। এই ট্রেন বানাতে অনেক টাকা খরচ হয়। কিন্তু মেক ইন ইন্ডিয়া এই ট্রেনগুলি ভারতেই তৈরি করা হচ্ছে। সূত্রের খবর, রিসার্চ এবং রেটিং এজেন্সি আইসিআইএ’য়ের তথ্য অনুযায়ী, ভারতে গ্রিন হাইড্রোজেনের দাম প্রতি কিলোগ্রাম ৪৯২ টাকা। ফলে হাইড্রোজেন ইঞ্জিনের অপারেটিং খরচ একটি ডিজেল ইঞ্জিনের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি হবে। যদিও খরচ কমাতে নানারকম পরীক্ষা চালানো হচ্ছে। হাইড্রোজেন ট্রেন একাধিক রাজ্যে চলবে। যেমন দার্জিলিং-হিমালায়ন রেলওয়ে, নীলগিরি মাউটেন রেলওয়ে, কালকা শিমলা রেলওয়ে ওয়াই, মাথেরান হিল রেলওয়ে, কাগড়া ঘাঁটি, বিলমোরা বাঘই এবং মারওয়ার-দেবগড় মাদেরিয়ার মতো জায়গাতেও চলবে হাইড্রোজেন ট্রেন। সূত্রের খবর, রেলমন্ত্রী জানিয়েছেন, প্রাথমিক ভাবে এই জায়গাগুলি তালিকায় থাকলে আগামিদিনে সমস্ত রাজ্যেই হাইড্রোজেন ট্রেন চালানো হবে। দার্জিলিং-হিমালায়ন রেলওয়ে শিলিগুড়ি থেকে বিস্তৃত। যা দার্জিলিং পর্যন্ত ছড়িয়ে রয়েছে।