এমএলের জামাইয়ের গাড়ির ধাক্কায় মৃত ৩ মহিলা-সহ ৬

ভদোদরা, ১২ অগাস্ট– গুজরাতে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারানো এসইউভির ধাক্কা প্রাণ হারালেন ৬ জন। তাদের মধ্যে ৩ জন মহিলাও রয়েছেন। খবর অনুসারে, গুজরাতের আনন্দ জেলায় বৃহস্পতি রাতের এই ঘটনায় স্বভাবতই হতবম্ব সকলে। জানা গিয়েছে, ঘাতক গাড়িটি কংগ্রেস এমএলএ-র জামাইয়ের। সজিত্রা কনস্টিটিউসির এমএলএ পুনমভাই মাধবাই পরমরয়ের জামাই খেতান পাধিয়ারের এসইউভি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইক ও একটি রিকশাকে সজোরে ধাক্কা মারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

আনন্দ শহর ও তারাপুর শহরের সংযোগস্থলে সজিত্রা গ্রামের যে বড় রাস্তা রয়েছে, সেই রাস্তাতেই দূর্ঘটনাটি ঘটেছে। প্রাথমিক তথ্য অনুসারে, গাড়ির ড্রাইভার গুরুতরভাবে জখম হয়েছে।  

অটোতে থাকা ৪ জন এবং বাইকের ২ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গাড়ির চালকের চিকিৎসা চলছে।

পুলিশ জানিয়েছে, ভারতীয় সংবিধানের ৩০৪ ধারায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ গাড়ির নম্বর প্লেট উদ্ধার করেছে। অভিযুক্ত মদ্যপ ছিলেন কিনা তাও পরীক্ষা করা হয়েছে।


এই ঘটনার পর বিজেপির স্পোকপার্সন শেহজাদ পুনাওয়ালা বলেছেন, ‘এটাই কংগ্রেসের আসল রূপ’। ঘটনায় যে ৩ জন মহিলার মৃত্যু হয়েছে জানা গিয়েছে তাঁরা রাখি বাঁধতে গিয়েছিলেন ভাইয়ের কাছে।