• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মিজোরামে উদ্ধার কয়েক লক্ষ টাকার মাদক দ্রব্য!

মিজোরাম:-  কিছুদিন পরেই মিজোরামে ভোটগ্রহণ। তার আগে রাজ্য জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আর সেই নিরাপত্তার কড়কড়িতেই উদ্ধার হল বিপুল পরিমাণে মাদক। ১৭.৭৮ লক্ষ টাকার হেরোইন উদ্ধার হয়েছে। সূত্রের খবর, অসম রাইফেলস এবং নারকোটিক বিভাগের যৌথ তল্লাশিতে এই বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, গোপণ সূত্রে খবর পেয়ে যৌথ তল্লাশি করা হয়। অসম

মিজোরাম:-  কিছুদিন পরেই মিজোরামে ভোটগ্রহণ। তার আগে রাজ্য জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আর সেই নিরাপত্তার কড়কড়িতেই উদ্ধার হল বিপুল পরিমাণে মাদক। ১৭.৭৮ লক্ষ টাকার হেরোইন উদ্ধার হয়েছে। সূত্রের খবর, অসম রাইফেলস এবং নারকোটিক বিভাগের যৌথ তল্লাশিতে এই বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, গোপণ সূত্রে খবর পেয়ে যৌথ তল্লাশি করা হয়। অসম রাইফেলসের পক্ষ থেকে জানানো হয়েছে। ২৫.৪ গ্রাম হেরোইন তাঁরা উদ্ধার করেছেন। যার বাজার মূল্য ১৭.৭৮ লক্ষ টাকা। এর আগেও তল্লাশি চালিয়ে ৩৯ লক্ষ টাকার বিদেশি সিগারেট উদ্ধার করেছে অসম রাইফেলস। মিজোরামে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধারে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। অনেক সময়ই রাজনৈতিক দলগুলি মাদক দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করে। মিজোরাম যেহেতু সীমান্ত বর্তী একটি রাজ্য সেকারণে সেখানে এই সময়ে মাদক পাচারের সম্ভাবনা বেড়ে যায়। তবে ভোটের কারণে এখন নিরাপত্তায় বাড়তি জোর দেওয়া হয়েছে। মাঝে মাঝেই সীমান্তের একাধিক জাগায় তল্লাশি চালানো হচ্ছে। যাতে কোনও ভাবে মাদক কারবারিরা এখন সক্রিয় হয়ে উঠতে না পারে সেদিকে নজর দেওয়া হচ্ছে। সেকারণে মাঝে মাঝেই তল্লাশি এভিযান চালানো হচ্ছে সীমান্ত এলাকাগুলিতে।