• facebook
  • twitter
Friday, 18 October, 2024

2023-এ মিস ইউনিভার্স খেতাব জিতলেন নিকারাগুয়ার শেইনিস প্যালাসিওস।

ভারত:- ভারতের প্রথম মিস ইউনিভার্স হয়েছিলেন সুস্মিতা সেন। ২০২৩ সালের মিস ইউনিভার্স-এর শিরোপা মাথায় তুললেন নিকারাগুয়ার সুন্দরী শানিস প্যালাসিওস। সূত্রের খবর, নিকারাগুয়ার বাসিন্দা শানিস প্যালাসিওস রবিবার মিস ইউনিভার্স ২০২৩-এর মুকুট জিতেছেন। তিনি এ বছর মিস নিকারাগুয়া মুকুটও জিতেছেন। এই বছর, ৯০টি দেশের সুন্দরীরা মিস ইউনিভার্স ২০২৩ সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছিল, যার মধ্যে শানিস প্যালাসিওস শিরোপা

ভারত:- ভারতের প্রথম মিস ইউনিভার্স হয়েছিলেন সুস্মিতা সেন। ২০২৩ সালের মিস ইউনিভার্স-এর শিরোপা মাথায় তুললেন নিকারাগুয়ার সুন্দরী শানিস প্যালাসিওস। সূত্রের খবর, নিকারাগুয়ার বাসিন্দা শানিস প্যালাসিওস রবিবার মিস ইউনিভার্স ২০২৩-এর মুকুট জিতেছেন। তিনি এ বছর মিস নিকারাগুয়া মুকুটও জিতেছেন। এই বছর, ৯০টি দেশের সুন্দরীরা মিস ইউনিভার্স ২০২৩ সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছিল, যার মধ্যে শানিস প্যালাসিওস শিরোপা জিতে নেন। যদিও ভারতীয় সুন্দরী শ্বেতা শারদা শীর্ষ ১০০-এ জায়গা করতে পারেননি। তিনি একটি সিলভার কালার ঝলমলে গাউন পরেছিলেন। এই সুন্দরী প্রতিযোগিতায় অস্ট্রেলিয়ার মোরে উইলসনকে হারিয়েছেন মিস নিকারাগুয়া। মোরে উইলসন দ্বিতীয় স্থান অধিকার করেন। প্রথম রানার আপ হন থাইল্যান্ডের আন্তোনিয়া পোরসিল্ড। জানা গিয়েছে, প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্বকারী শ্বেতা শারদাও সেমিফাইনালে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু শীর্ষ ১০ ফাইনালিস্টের দৌড়ের বাইরে হয়ে যান। এল সালভাদরের হোসে অ্যাডলফো পিনেদা অ্যারেনায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল। সূত্রের খবর, জানা গিয়েছে, সুইমস্যুট রাউন্ডের পরে, ২২ বছর বয়সী চণ্ডীগড়ের বাসিন্দা মডেল এবং নৃত্যশিল্পী শ্বেতা শারদা সন্ধ্যার গাউন রাউন্ডে যেতে পারেননি। মিস পুয়ের্তো রিকো, থাইল্যান্ড, পেরু, কলম্বিয়া, নিকারাগুয়া, ফিলিপাইন, এল সালভাদর, ভেনেজুয়েলা, অস্ট্রেলিয়া এবং স্পেন মিস ইউনিভার্স ২০২৩-এর সেরা ১০ ফাইনালিস্টে জায়গা করে নেয়।একই সঙ্গে এ বছর প্রথমবারের মতো মিস ইউনিভার্সে অংশ নিল পাকিস্তানও।