জম্মু, ২২ সেপ্টেম্বর– গত চারবছর গৃহবন্দি থাকার পরে মুক্তি পেয়েছেন মিরওয়াইজ । কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির পাশাপাশি এই নেতার মুক্তিকে স্বাগত জানিয়েছে বিজেপিও। আর মুক্তি পেয়েই শুক্রবারের নমাজে নেতৃত্ব দেবেন কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা। শ্রীনগরের বিখ্যাত জামা মসজিদের নমাজে যোগ দেবেন মিরওয়াইজ উমর ফারুক। কাশ্মীরের কুখ্যাত বিচ্ছিন্নতাবাদী সংগঠন হুরিয়তের নেতা ছিলেন তিনি। কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতার মুক্তিকে স্বাগত জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাহ। এছাড়াও মিরওয়াইজের মুক্তিকে সমর্থন জানিয়ে মুখ খুলেছে বিজেপিও।
২০১৯ সালে ৩৭০ ধারা বিলোপের পর থেকেই গৃহবন্দি ছিলেন হুরিয়ত নেতা মিরওয়াইজ। তবে গত সপ্তাহেই তাঁর মুক্তির আবেদন খতিয়ে দেখতে প্রশাসনকে নির্দেশ দেয় জম্মু কাশ্মীর হাই কোর্ট। বৃহস্পতিবার তাঁকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। তার পরেই জানা যায়, শুক্রবার শ্রীনগরের বিখ্যাত জামা মসজিদের নমাজে যোগ দেবেন তিনি। নমাজের নেতৃত্বেও থাকবেন ইসলাম সম্প্রদায়ের এই নেতা। সেই জন্য শুক্রবার সকালেই বাড়ি থেকে বেরনোর অনুমতি দেওয়া হয় মিরওয়াইজকে।