• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

পাকিস্তানে জঙ্গি হামলা, বিস্ফোরণে উড়ে গেল পুলিশের ট্রাক, নিহত ৯, আহত ১০

ইসলামাবাদ, ৬ মার্চ — পাকিস্তানে জঙ্গি হামলায় নিহত ৯ পুলিশকর্মী, আহত আরো ১০ জন। সোমবার সকালে দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের কোয়েটার কাছে একটি পুলিশের ট্রাকে ওই হামলা চালানো হয়। তীব্র বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ট্রাকের ভিতরে থাকা পুলিশকর্মীদের। জঙ্গি সংগঠনের সুইসাইড স্কোয়াড এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক অনুমান।  প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন , সোমবার পুলিশের একটি ট্রাকে আচমকাই

ইসলামাবাদ, ৬ মার্চ — পাকিস্তানে জঙ্গি হামলায় নিহত ৯ পুলিশকর্মী, আহত আরো ১০ জন। সোমবার সকালে দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের কোয়েটার কাছে একটি পুলিশের ট্রাকে ওই হামলা চালানো হয়। তীব্র বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ট্রাকের ভিতরে থাকা পুলিশকর্মীদের। জঙ্গি সংগঠনের সুইসাইড স্কোয়াড এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক অনুমান। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন , সোমবার পুলিশের একটি ট্রাকে আচমকাই এসে ধাক্কা দেয় মোটরসাইকেলবাহী এক আত্মঘাতী বোমারু। তার পরেই তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। পুলিশের ওই ট্রাকের ভিতরে সেই সময় বেশ কয়েক জন পুলিশকর্মী ছিলেন। কাছেপিঠে ছিলেন আরও অনেকে। বিস্ফোরণে তাঁদের অনেকেই গুরুতর জখম হন।

এর আগে কোয়েটা , পেশোয়ারের মসজিদ এবং বান্নু জেলায় পুলিশকে লক্ষ্য করে নাশকতা চালানো হয়েছিল। সোমবারের ঘটনাটি ঘটেছে পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের রাজধানী শহর কোয়েত্তা থেকে ১৬০ কিলোমিটার পূর্বে সিব্বি নামের এক শহরে। স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, আহত ১০ জনের মধ্যে বেশ কয়েক জনের আঘাত গুরুতর। তাদের চিকিৎসা চলছে।