তিন লাখ কোটিতে এখন দ্বিতীয় মাইক্রোসফট

bil gates

বেঙ্গালুরু, ২৫ জানুয়ারি– তিন লাখ কোটি ডলার ছাড়াল বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফটের বাজার মূলধন৷ ফলে এখন সবচেয়ে মূল্যবান কোম্পানির তালিকায় তাদের স্থান বিশ্বে দ্বিতীয়৷ মাইক্রোসফটের আগেই রয়েছে আরেক মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল৷
রয়টার্স জানিয়েছে, বছরের শুরু থেকেই মাইক্রোসফট ও অ্যাপলের মধ্যে প্রতিযোগিতা চলছে—কে কাকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি হবে৷ চলতি মাসের শুরুতে অ্যাপলকে ছাড়িয়ে কিছুক্ষণের জন্য বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির খেতাব অর্জন করেছিল মাইক্রোসফট৷ বুধবার মাইক্রোসফটের শেয়ারের দাম ১.৭ শতাংশ বেড়ে রেকর্ড ৪০৫ দশমিক ৬৩ ডলারে উঠে যায়৷ এর মধ্য দিয়ে কোম্পানিটির বাজার মূলধন তিন লাখ কোটি ডলারের মাইলফলক অতিক্রম করে৷ তবে দিনের শেষ ভাগে দাম আবার কিছুটা কমে ৪০২ দশমিক ৫৬ ডলারে নেমে আসে৷ ফলে তখন কোম্পানিটির বাজার মূলধন তিন লাখ কোটি ডলারের নিচে নেমে যায়৷ তখন কোম্পানিটির বাজার মূলধন দাঁড়ায় ২ লাখ ৯৯ হাজার কোটি ডলার৷
কোম্পানিটির শেয়ারের দাম ৪০৩.৬৫ ডলার হলেই তাদের বাজার মূলধন ৩ লাখ কোটি ডলারের মাইলফলক স্পর্শ করে৷ এদিকে গতকাল অ্যাপলের শেয়ারের দাম শূন্য দশমিক ৩৫ শতাংশ কমে ১৯৪.০৫ ডলারে নেমে আসে৷ তারপরও তাদের বাজার মূলধন তিন লাখ কোটি ডলারের ওপরেই রয়েছে৷
মাইক্রোসফট এখন তাদের সফটওয়্যারে ওপেনএআইয়ের প্রযুক্তি ব্যবহার করছে৷ একই সঙ্গে তাদের সার্চ ইঞ্জিন বিংয়েও তা ব্যবহার করা হচ্ছে৷ ফলে সার্চ ইঞ্জিনের জগতে তারা গুগলের চেয়ে এগিয়ে যাবে বলে বাজার বিশ্লেষকেরা মনে করছেন৷ অন্যদিকে অ্যাপল এআইয়ের জগতে মাইক্রোসফটের পেছনে পড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে৷ বিশ্লেষকেরা বলছেন, অ্যাপলের হাতে এআই-সংক্রান্ত পরিষ্কার পথরেখা নেই এবং সেই সঙ্গে চীনে তারা যেভাবে প্রতিযোগিতার মুখে পড়ছে এবং অন্যান্য ফোন কোম্পানিগুলো যেভাবে এগিয়ে আসছে, তাতে অ্যাপলের ফোন বিক্রি অনেকটাই মার খেতে পারে৷এআই-ভিত্তিক আশাবাদের কারণে ২০২৩ সালে মাইক্রোসফটের শেয়ারের দাম ৫৭ শতাংশ বেড়েছে এবং চলতি বছর ইতিমধ্যে বেড়েছে আরও ৭ শতাংশ৷ গত বছর নানা ধরনের বাধাবিপত্তি সত্ত্বেও অ্যাপলের শেয়ারের দাম বেড়েছে ৪৮ শতাংশ এবং চলতি বছর এখন পর্যন্ত বেড়েছে ১ শতাংশ৷রয়টার্স কথা বলেছে এমন ৫৪ জন বাজার বিশ্লেষকের ধারণা, চলতি বছর মাইক্রোসফটের শেয়ারের গড় দাম হতে পারে ৪২৫ ডলার৷ আগের মাসে তাঁদের পূর্বাভাস ছিল ৪১৫ ডলার৷ সেই সঙ্গে মাইক্রোসফটের শেয়ার কিনতে বিনিয়োগকারীদের পরামর্শ দিয়েছেন তাঁরা৷২০২২ সালের জানুয়ারিতে বৈশ্বিক পুঁজিবাজারে প্রথম কোম্পানি হিসেবে অ্যাপলের বাজার মূলধন তিন লাখ কোটি ডলারের মাইলফলক অতিক্রম করে৷ এরপর গতকাল মাইক্রোসফট সেই মাইলফলক অর্জন করে৷