বিশ্বকাপ ট্রফির ওপরে পা তুলে বসে ট্রোলড এর মুখে অস্ট্রেলিয়ার মিশেল মার্শ!।

অস্ট্রেলিয়া:- বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমে আনন্দের বন্যা। বেসামাল হয়ে গেলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিশেল মার্শ! ১৯ শে নভেম্বর রবিবার আহমেদাবাদে ভারতের বিপক্ষে ছয় উইকেটের দুর্দান্ত জয়ের পরে ড্রেসিংরুমে বসে যেভাবে ছবি তুললেন, তাতে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়েন। ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা গিয়েছে বিশ্বকাপ ট্রফির ওপর পা রেখে বসে রয়েছেন এই ক্রিকেটার। সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে, এই অস্ট্রেলিয়ান খেলোয়াড়কে যেভাবে ট্রফিতে পা রেখে বসে থাকতে দেখা গেছে, তা রীতিমত নিন্দনীয়। ক্রিকেট ভক্তরা এর তীব্র সমালোচনা করছেন। মার্শ ২০১৫ সালে অস্ট্রেলিয়ার বিশ্ব চ্যাম্পিয়ন দলেরও অংশ ছিলেন। রবিবার ১৫ রান করার পর জসপ্রিত বুমরাহের বলে কেএল রাহুলের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। তবে জয়ের পর ট্রফিতে পা রেখে ড্রেসিংরুমে বসে থাকতে দেখা গেছে তাকে। এটা নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে। সূত্রের খবর, তাঁরা বলেছেন যে ট্রফির প্রতি কিছুটা সম্মান দেখানো উচিত। টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ভারতীয় দল ৫০ ওভারে ২৪০ রানে গুটিয়ে যায়। অস্ট্রেলিয়া ৪৩ ওভারে চার উইকেটে ২৪১ রান করে ম্যাচ জিতে নেয়। মারানশ লাবুসচেন অপরাজিত ৫৮ রান করেন। মিচেল মার্শ ১৫ রান করে আউট হন, ডেভিড ওয়ার্নার সাত রান করে, স্টিভ স্মিথ চার রান করে। অপরাজিত দুই রান করেন গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়া ষষ্ঠবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। দল টুর্নামেন্টে টানা ১০টি ম্যাচ জিতেছে, কিন্তু ফাইনালে দলটি শোচনীয়ভাবে হেরে যায়। দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে হারের মুখে পড়ল ভারত। রিকি পন্টিংয়ের অধিনায়কত্বে দল শেষবার পরাজিত হয়েছিল ২০০৩ সালে। সূত্রের খবর, এর আগে ভারতের হয়ে কেএল রাহুল সর্বোচ্চ ৬৬ এবং বিরাট কোহলি ৫৪ রান করেন। অধিনায়ক রোহিত শর্মা ৪৭ রান এবং সূর্যকুমার যাদব ১৮ রান করেন। কুলদীপ যাদব ১০ রান করেন। এই পাঁচজন খেলোয়াড় ছাড়া আর কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। রবীন্দ্র জাদেজা নয় রান, মহম্মদ শামি ছয়, শ্রেয়াস আইয়ার ও শুভমান গিল চার রান করে আউট হন। নয় রান করে অপরাজিত থাকেন মহম্মদ সিরাজ। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন মিচেল স্টার্ক। দুটি করে সাফল্য পেয়েছেন প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড। একটি করে উইকেট নেন গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যাডাম জাম্পা। সূত্রের খবর, ভারতের হয়ে এই ম্যাচে বিরাট কোহলি ও কেএল রাহুল চতুর্থ উইকেটে ৬৭ রানের সবচেয়ে বড় জুটি গড়েন। দ্বিতীয় উইকেটে ৪৬ রান যোগ করেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। শ্রেয়াস আইয়ার, শুভমান গিল, সূর্যকুমার বড় মুহূর্তে ব্যর্থ। ভারত এই বিশ্বকাপে প্রথমবার অলআউট হয়েছে এবং ম্যাচও হেরেছে।