• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বাইপাসের ১টি করে লেন বন্ধ করে দেড় মাস ধরে চলবে মেট্রোর কাজ 

কলকাতা, ১১ মার্চ — চলতি মাসের শেষেই শুরু হতে চলেছে চিংড়িঘাটা এবং ভি আই পি রোদে থমকে থাকা মেট্রোর কাজ। গড়িয়া-বিমানবন্দর মেট্রো প্রকল্পের এই অংশে যানজটের জন্য দীর্ঘদিন আটকে ছিল মেট্রোর উড়ালপথের কাজ। নবান্নে মেট্রো কর্তাদের সঙ্গে রাজ্যের শীর্ষপর্যায়ের অফিসারদের বৈঠকে ঠিক হয়েছে, উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর ট্রাফিক ব্লক করে শুরু হবে কাজ।  ইএম

কলকাতা, ১১ মার্চ — চলতি মাসের শেষেই শুরু হতে চলেছে চিংড়িঘাটা এবং ভি আই পি রোদে থমকে থাকা মেট্রোর কাজ। গড়িয়া-বিমানবন্দর মেট্রো প্রকল্পের এই অংশে যানজটের জন্য দীর্ঘদিন আটকে ছিল মেট্রোর উড়ালপথের কাজ। নবান্নে মেট্রো কর্তাদের সঙ্গে রাজ্যের শীর্ষপর্যায়ের অফিসারদের বৈঠকে ঠিক হয়েছে, উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর ট্রাফিক ব্লক করে শুরু হবে কাজ। 

ইএম বাইপাসের একাংশ বন্ধ করতে না-পারার কারণে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে ব্যাহত হচ্ছিল। মূলত বাইপাসের ভিআইপি বাজার এবং চিংড়িঘাটার কাছে ওই কাজ বাকি রয়েছে। বৈঠকে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, অর্থ এবং পরিবহণ দফতরের সংশ্লিষ্ট সচিবেরা ছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের নগরপাল, সিইএসসি-র প্রতিনিধি এবং মেট্রোর নির্মাণ সংস্থা রেল বিকাশ নিগমের অফিসাররা। সূত্রের খবর, বৈঠকে ঠিক হয়েছে, আগামী ২৭ মার্চ উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার পরে ওই দুই অংশে পর্যায়ক্রমে ৪৫ দিন করে রাস্তার একাংশ বন্ধ রেখে থমকে থাকা কাজ সম্পূর্ণ করা হবে। ভিআইপি বাজার সংলগ্ন স্থানে ১০০ মিটারের বেশি অংশে মেট্রোর উড়ালপথ নির্মাণের কাজ বাকি। অন্য দিকে, চিংড়িঘাটার ঠিক আগে বাইপাস সংলগ্ন একটি ধাবার কাছে রাস্তার উপর দিয়ে যাবে নির্মীয়মাণ মেট্রোপথ। ওই অংশে বেশ কয়েকটি স্তম্ভ তৈরি হয়ে গেলেও রাস্তার উপরে একটি স্তম্ভ নির্মাণের কাজ বাকি। সেই কাজের জন্য ইতিমধ্যেই বাইপাসের ওই অংশ বেশ খানিকটা চওড়া করা হয়েছে। রাস্তার উপরে নির্মাণকাজ চালানোর জন্য যানবাহন ঘুরিয়ে দেওয়ার পাশাপাশি একটি অংশ ব্যারিকেড দিয়ে ঘিরে আলাদা করতে হবে। মেট্রো সূত্রের খবর, পুলিশ এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে আলোচনা করে ২৭ মার্চের পরে এই কাজ শুরু করার নির্ঘণ্ট চূড়ান্ত করা হবে।