লস অ্যাঞ্জেলসের বিরুদ্ধে মেসির জয় ইন্টার মায়ামির।

ইন্টার মায়ামি:- লস অ্যাঞ্জেলসের বিরুদ্ধে মেসির জয় ইন্টার মায়ামির। লস অ্যাঞ্জেলসের মাঠে খেললেন, তাঁর খেলা দেখতে গ্যালারিতে হাজির একাধিক তারকা। লস অ্যাঞ্জেলস এফসির বিরুদ্ধে খেলতে নামে ইন্টার মায়ামি। এই ম্যাচে আর্কষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন লিও মেসি।  সাধারণ ফুটবল প্রেমীদের মতোই মেসির টানে মাঠে হাজির সেলেনা গোমেজ, প্রিন্স হ্যারি, টম হল্যান্ডরা। এক ম্যাচ পর জয়ে ফিরল তার দল ইন্টার মায়ামিও। লিগ ম্যাচে লস অ্যাঞ্জেলস এফসিকে উড়িয়ে দেওয়া ম্যাচে দুই গোলে অবদান রাখলেন মেসি। ম্যাচটিতে ৩-১ গোলে জয় পেয়েছে মেসির দল মায়ামি। কিন্তু মেসির গোল দেখা থেকে বঞ্চিতই থাকতে হল গ্যালারির তারকাদের। ইন্টার মায়ামির হয়ে গোল করেছেন ফাকুন্দো ফারিয়াস, জর্দি আলবা ও লিওনার্দো কাম্পানা। লস অ্যাঞ্জেলেসের হয়ে একমাত্র গোলটি করেছেন রায়ান হোলিংশেড। প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে ইন্টার মায়ামির জন্য এখন প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। ফলে মেসিকে বিশ্রাম না দিয়েই দল সাজিয়েছিলেন মায়ামি কোচ টাটা মার্তিনো। সেই সঙ্গে গতবারের চ্যাম্পিয়নদেরও মাটিতেও নামালেন মেসিরা। আগামী শুক্রবার ঘরের মাঠে ইকুয়েডরের বিপক্ষে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামবে মেসির দল আর্জেন্টিনা। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে লস অ্যাঞ্জেলসের বিরুদ্ধে মাঠে নামলেন আর্জেন্টাইন তারকা মেসি। মায়ামির হয়ে মেসির এটি ১১তম ম্যাচ। গোলও তার সমান ১১টি। পাশাপাশি গোলে সরাসরি অবদান রাখলেন ৫বার। লিগে ২৫ ম্যাচে মায়ামির এটি সপ্তম জয়। ২৫ পয়েন্ট নিয়ে তারা ১৫ দলের তালিকায় ১৪ নম্বরে। মেসির ছোঁয়ায় যেন বদলে গেছে মায়ামি। বদলে গেছে যুক্তরাষ্ট্রের ফুটবলও। মেসির ম্যাচের টিকেটের মূল্য বেড়ে গেছে প্রায় ৫৫০ শতাংশ। মেসির টানে মাঠে আসছেন তারকারাও। প্রিন্স হ্যারি, লিবন জেমসের মতো খ্যাতনামারা ম্যাচ দেখতে হাজির ছিলেন হলিউড অভিনেতা ওয়েন উইলসন। ম্যাচ শেষে মেসির সঙ্গে সাক্ষাতও করেন তিনি।