মায়ামি:- কিছুদিন আগে মার্কিন মুলুকে পা দিয়েছেন মেসি। নতুন দেশে এসে দ্রুত পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। ফ্লোডিরায় শপিং মলে দেখা গেল মেসিকে। তারকা ভাবমূর্তিকে দূরে সরিয়ে রেখে নিজেই ট্রলি ঠেলে শপিং করলেন মেসি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশকিছু ছবি উঠে এসেছে। সেখানে দেখা যাবে ‘পাবলিক্স’ সুপার মার্কেটে শপিং করেছেন মেসি। যেখানে দেখা যায়, ঝুরি হাতে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে ব্যস্ত তিনি। মেসির শপিং করার ছবি মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হল মেসি শপিং করেছেন অন্য সাধারণ মানুষদের মতোই। সেখানে ছিল না কোনো আড়ম্বর। এমনকি আশপাশে কোনও নিরাপত্তারক্ষীও ছিল না। সেলিব্রিটি ফুটবলারদের ক্ষেত্রে যা সাধারণত দেখা যায় না। এই দৃশ্য একেবারে দেখাই যায় না। কালো টিশার্ট এবং সাদা প্যান্ট পরা মেসি কাউকে নিরাশ করেননি। সবার সঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন। অটোগ্রাফ দিয়েছেন। সেলফিও তুলেছেন। তার পরে নিজেই ট্রলি ঠেলে ঠেলে জিনিসপত্র কিনতে থাকেন। ট্রলিতে রাখা জিনিস দেখে বোঝা গিয়েছে সন্তানদের জন্যেই খাবার কিনতে বেরিয়েছেন তিনি। সদ্য দুই দিন হল ফ্লোরিডায় পৌঁছেছেন। নতুন ক্লাব ইন্টার মায়ামির হয়ে অভিষেকও আসন্ন। তার আগেই আমেরিকায় নতুন জীবনের সঙ্গে মানিয়ে নেওয়া শুরু করলেন লিয়োনেল মেসি। এই লিগে খুব বেশি ম্যাচ খেলতে হয় না। জয়-পরাজয় নিয়ে খুব বেশি কাটাছেড়া করা হয় না। ইচ্ছে মতো ঘুরে বেড়ানো যায় রাস্তায়। কিন্তু মেসির সঙ্গে তেমনটা হবে কিনা এখনই বলা কঠিন। কারণ মায়ামি আসার পর তাকে ঘিরে দর্শকদের উন্মাদনা দেখা গেছে।