মধ্যপ্রদেশে সরকারি স্কুলের পড়ুয়াদের জন্য মেডিক্যালে সংরক্ষণ 

ভোপাল, ২০ সেপ্টেম্বর – ভোটের দামামা বেজে গিয়েছে মধ্যপ্রদেশে । মুখ্যমন্ত্রী  শিবরাজ সিং চৌহান নয়া উপহার নিয়ে হাজির। তিনি জানিয়েছেন, নিটের মাধ্যমে সরকারি স্কুলের পড়ুয়াদের ডাক্তার হওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। সেক্ষেত্রে এমবিবিএস বিডিএসে ভর্তির ক্ষেত্রে সরকারি স্কুলের পড়ুয়াদের জন্য ৫ শতাংশ আসন সংরক্ষণ থাকবে। তবে কেবলমাত্র সরকারি স্কুলের পড়ুয়াদের জন্যই এই কোটা নির্ধারিত থাকবে। মুখ্যমন্ত্রী  জানিয়েছেন, গরিব পরিবারের ছেলেদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সুযোগ দেওয়া দরকার। এর মাধ্যমে গরিব পরিবারের পড়ুয়ারা  উৎসাহ পাবে। এদিকে মধ্য প্রদেশেই একমাত্র হিন্দি ভাষায় এমবিবিএস পড়ার সুযোগ রয়েছে।

মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, সরকার শুধু সাইকেল, স্কুটি, ল্যাপটপই দেয় না, উচ্চশিক্ষার ক্ষেত্রে তারা যাতে এগিয়ে যেতে পারে তার ব্যবস্থাও করে। মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং পড়ুয়া যাদের পরিবারের আয় ৮ লাখ টাকার কম তাদের বেতনও দিয়ে দেয় সরকারই। এবার প্রতিভাধর সরকারি স্কুলের পড়ুয়াদের মধ্যে থেকে ৫ শতাংশ সিট সংরক্ষণ করা হচ্ছে। 

সরকারী সূত্রে খবর, ৪৫০ টাকায় মহিলাদের  গ্যাসের সংযোগ দেওয়া হবে। সিএম আবাস যোজনায় গরিব বোনেদের ঘর তৈরি করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় যাদের নাম নেই তাদের নাম থাকবে ওই তালিকায়। বাড়ি তৈরির উদ্যোগ নেওয়া হবে তাদের জন্য। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, মধ্যপ্রদেশে  ভোটের আগে এখন কল্পতরু সেই রাজ্যের মুখ্যমন্ত্রী। ক্ষমতা ধরে রাখতে মরিয়া বিজেপি।