• facebook
  • twitter
Wednesday, 1 January, 2025

ইডি-র গ্রেফতারি এড়াতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ মানিক ভট্টাচার্যের স্ত্রী

কলকাতা : ২ মার্চ, ২০২৩ — ইডি-র গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন মানিক ভট্টাচার্যের স্ত্রী। শুক্রবার বিচারপতি বিবেক চৌধুরীর বেঞ্চে তাঁর মামলার শুনানি। নিয়োগ দুর্নীতি মামলায় মানিকের গ্রেফতারির পর ইডি যে চার্জশিট দেয়, সেখানে তাঁর স্ত্রী শতরূপা এবং পুত্র শৌভিকের নাম ছিল।বুধবার ইডির বিশেষ আদালতে হাজিরা দেন শতরূপা ও শৌভিক। তাঁরা আদালতে আগাম

Calcutta High Court

কলকাতা : ২ মার্চ, ২০২৩ — ইডি-র গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন মানিক ভট্টাচার্যের স্ত্রী। শুক্রবার বিচারপতি বিবেক চৌধুরীর বেঞ্চে তাঁর মামলার শুনানি।

নিয়োগ দুর্নীতি মামলায় মানিকের গ্রেফতারির পর ইডি যে চার্জশিট দেয়, সেখানে তাঁর স্ত্রী শতরূপা এবং পুত্র শৌভিকের নাম ছিল।বুধবার ইডির বিশেষ আদালতে হাজিরা দেন শতরূপা ও শৌভিক। তাঁরা আদালতে আগাম জামিনের আবেদন জানান। বিচারক সেই আবেদন খারিজ করে দেন।  মানিকের স্ত্রী, পুত্রের তরফে আইনজীবী আদালতে দাবি করেন, সমনের ভিত্তিতে তাঁর মক্কেলরা নিজে থেকেই হাজিরা দিয়েছেন। তাঁদের গ্রেফতার করে আনতে হয়নি। তদন্তেও সহযোগিতা করছেন। জামিনের জন্য যে কোনও শর্ত তাঁরা মানতে রাজি বলেও আদালতে জানান আইনজীবী। কিন্তু শতরূপা ও শৌভিকের জামিনের বিরোধিতা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি আদালতে জানায়, মানিকের কাজ সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতেন তাঁর স্ত্রী। ফলে দুর্নীতিতে তাঁরও জড়িত থাকার সম্ভাবনা। এই গ্রেফতারি নিয়েই প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন শতরূপা।