• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

হোটেলে রাত কাটাতে অস্বীকার করায় বান্ধবীকে গলা টিপে মারল যুবক

লখনউ, ২৭ ডিসেম্বর– একসঙ্গে হোটেলের ঘরে প্রেমিকের সঙ্গে রাত কাটাতে রাজি হননি বান্ধবী । সেই না-এর শাস্তি হিসেবে যুবতীকে শ্বাসরোধ করে খুন করল প্রেমিক। ঘটনাটি বড়দিনের রাতের। অভিযুক্ত যুবক গৌতম উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা । সোমবারই তাকে গ্রেফতার করেছে গাজিয়াবাদ পুলিশ। জানা গেছে, গৌতমের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন বাগপতের বাসিন্দা রচনা। রবিবার, বড়দিনে একটি হোটেলে ওঠেন তারা।  স্বামীকে লুকিয়েই

লখনউ, ২৭ ডিসেম্বর– একসঙ্গে হোটেলের ঘরে প্রেমিকের সঙ্গে রাত কাটাতে রাজি হননি বান্ধবী । সেই না-এর শাস্তি হিসেবে যুবতীকে শ্বাসরোধ করে খুন করল প্রেমিক। ঘটনাটি বড়দিনের রাতের। অভিযুক্ত যুবক গৌতম উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা । সোমবারই তাকে গ্রেফতার করেছে গাজিয়াবাদ পুলিশ।

জানা গেছে, গৌতমের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন বাগপতের বাসিন্দা রচনা। রবিবার, বড়দিনে একটি হোটেলে ওঠেন তারা।  স্বামীকে লুকিয়েই তিনি মাঝেমধ্যে গৌতমের সঙ্গে দেখা করতে আসতেন তিনি। সেই দিন তিনি সেই হোটেলে ওঠেন কিন্তু গৌতম রচনাকে সেই রাতে হোটেলে থাকতে অনুরোধ করলে তা ফিরিয়ে দেন রচনা। আর তাতেই খেপে ওঠে গৌতম। আর তারপরই রচনার গলা টিপে তাকে হত্যার পর সেখান থেকে চম্পট দেয় সে।