কলকাতা, ২৪ সেপ্টেম্বর – বিদেশ সফর সেরে কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ফেরার পর রবিবার বিকেলে তিনি এসএসকেএম হাসপাতালে যান।চিকিৎসকেরা জানান, তাঁর বাঁ পায়ের হাঁটুতে গুরুতর চোট ছিল। সে পায়েই গত সপ্তাহে তাঁর ফের ছোট লাগে। তাই পায়ের চোট পরীক্ষা করাতে হাসপাতালে পৌঁছন মমতা এদিন বিকেলে এসএস কেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের সামনে এসে থামে মুখ্যমন্ত্রীর গাড়ি। তাঁর সঙ্গে ছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম ও অন্যান্য স্বাস্থ্য কর্তারা। উডবার্ন ওয়ার্ডে মমতার স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা।
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের আগে গত জুন মাসে উত্তরবঙ্গে প্রচারে গিয়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর হেলিকপ্টার দুর্যোগের কবলে পড়ে। প্রাকৃতিক দুর্যোগের কারণে সেবকে বায়ুসেনার এয়ারবেসে জরুরি অবতরণ করাতে হয় মুখ্যমন্ত্রীর কপ্টারকে। সেইসময়ই কোমরে ও পায়ে চোট পেয়েছিলেন তিনি। কলকাতায় এসে এসকেএমে চিকিৎসাও করাতে হয়েছিল মমতাকে। সেই পায়ের চোটের উপর ফের চোট লাগে তাঁর।