• facebook
  • twitter
Friday, 22 November, 2024

দ্বাদশীর দিন কালীঘাটে মমতা-মুকুল বৈঠক 

কলকাতা,১০ অক্টোবর — বাংলায় তৃণমূলকে ক্ষমতায় আনার ক্ষেত্রে মুকুল রায় এক গুরুত্ব পূর্ণ ভূমিকা নিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আর মুকুল রায়ের রাজনৈতিক যুগলবন্দীর কথা কারো অজানা নয়।তৃণমূল সূত্রের খবর দ্বাদশীর দিন মুকুল  রায়কে কালীঘাটে মমতা বন্দোপাধ্যায়ের বাড়িতে দেখা যায়।তবে কি আবার রাজনীতির মূল স্রোতে ফিরছেন তিনি ! এ বিষয়ে মুকুল রায়কে কিছু বলতে শোনা যায় নি।তবে মমতা

কলকাতা,১০ অক্টোবর — বাংলায় তৃণমূলকে ক্ষমতায় আনার ক্ষেত্রে মুকুল রায় এক গুরুত্ব পূর্ণ ভূমিকা নিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আর মুকুল রায়ের রাজনৈতিক যুগলবন্দীর কথা কারো অজানা নয়।তৃণমূল সূত্রের খবর দ্বাদশীর দিন মুকুল  রায়কে কালীঘাটে মমতা বন্দোপাধ্যায়ের বাড়িতে দেখা যায়।তবে কি আবার রাজনীতির মূল স্রোতে ফিরছেন তিনি ! এ বিষয়ে মুকুল রায়কে কিছু বলতে শোনা যায় নি।তবে মমতা বন্দোপাধ্যায়ের  সাথে সাক্ষাৎের পর বেশ কয়েকজন  তৃণমূল কর্মীকে মুকুল রায়ের বাড়িতে দেখা যায়।

আপাত দর্শনে যা মনে হতে পারে স্রেফ বিজয়ার শুভেচ্ছা বিনিময়। তবে সেই সাক্ষাৎ তথা বৈঠক চলে এক ঘণ্টারও বেশি সময় ধরে। আরও তাৎপর্যপূর্ণ হল, এ হেন বৈঠক নিয়ে মুকুল রায় বাইরে রা পর্যন্ত কাড়েননি। তিনি দিদির সঙ্গে যদি বিজয়া সারতে যান, তা হলে তা কোনও গোপনীয় বিষয় নয়। কিন্তু এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেছেন তিনি।