কৃষিঋণ মকুব, ৫০০ টাকায় রান্নার গ্যাস দিয়েই , মহিলাদের মাসে ১৫০০ টাকা

ভোপাল, ২২ আগস্ট– যেনতেন প্রকারে ফের মধ্যপ্রদেশে জয় করতে মরিয়া কংগ্রেস। সেই জয়ের লক্ষ্য সামনে রেখেই ঢালাও ঘোষণা কংগ্রেস সেনাপতি মল্লিকার্জুন খাড়গের।  মঙ্গলবার আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের সাগর জেলায় দলের প্রচারে হাজির হন সভাপতি মল্লিকার্জুন খাড়গে । সেখানে সভাপতিকে দিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি ঘোাষণা করান প্রদেশ কংগ্রেস সভাপতি কমলনাথ।

এদিন খাড়গে মধ্যপ্রদেশের কৃষকদের কৃষিঋণ ঘোষণার মাধ্যমে কংগ্রেসের খাতা খুলতে চেয়েছেন। সঙ্গে তাঁর ঘোষণা, কংগ্রেস ক্ষমতায় ফেরা মাত্র যেমন কৃষকদের যাবতীয় কৃষিঋণ মকুব করে দেওয়া হবে। রাজ্যের মহিলাদের মাসে দেড় হাজার টাকা করে ভাতা দেবে কংগ্রেস সরকার। খাড়্গে ঘোষণা করেছেন, মহিলাদের ভাতার অঙ্ক আরও বাড়ানো হতে পারে।

প্রদেশ কংগ্রেসের ঘোষণা মানুষ সরকার পরিচালনার ভার দিলে সব ঘরে মাসে পাঁচশো টাকায় রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়া হবে। এছাড়া প্রতি মাসে একশো ইউনিট বিদ্যুৎ ফ্রি’তে দেবে কংগ্রেস সরকার।


মধ্যপ্রদেশে ২০১৮-র ভোটে কৃষিঋণ মকুবের প্রতিশ্রুতি দিয়ে বাজিমাত করেছিল কংগ্রেস। ক্ষমতা হারায় বিজেপি। তবে দেড় বছরের মাথায় কংগ্রেস শিবিরে ভাঙন ধরিয়ে ক্ষমতায় ফেরে পদ্ম শিবির। ফলে কৃষি ঋণ মকুব আর হয়নি। কংগ্রেস এবার আবার সেই পুরনো প্রতিশ্রুতির কথা ঘোষণা করেছে।

খাড়্গে বলেন, কংগ্রেস সরকার গড়তে পারলেই এই প্রতিশ্রুতি সবচেয়ে আগে পালন করা হবে। এই ব্যাপারে কর্নাটকের দৃষ্টান্ত তুলে ধরেন কংগ্রেস সভাপতি। তিনি বলেন, কর্নাটকের কংগ্রেস সরকার মন্ত্রিসভার প্রথম বৈঠকেই প্রধান পাঁচ প্রতিশ্রুতি কার্যকর করার প্রস্তাব গ্রহণ করে।

কংগ্রেস শাসিত রাজ্যে সরকারি কর্মচারীদের পুরনো পেনশন প্রকল্প ফের চালু করা হবে বলে রাহুল গান্ধি আগেই ঘোষণা করেছিলেন। মঙ্গলবার খাড়গে সেই প্রতিশ্রুতি ফের স্মরণ করিয়ে দিয়েছেন।