বাড়িতেই বানিয়ে ফেলুন ‘নারকেল কেক’।

কলকাতা:- হিন্দু ধর্মে নারকেল এক অতি প্রয়োজনীয় জিনিস। যেকোনও শুভ অনুষ্ঠান নারকেল দরকার লাগে। এছাড়াও নারকেল দিয়ে ভিন্ন স্বাদের রেসিপি হয়। নারকেল দিয়ে নানা মিষ্টি বানানোর পাশাপাশি আপনি কেকও বানাতে পারেন। জেনে নিন কীভাবে বাড়িতেই বানাবেন  নারকেল দিয়ে কেক।
উপকরণ:-
•শুকনো নারকেল-  ৬ টেবিল চামচ
•কোকো পাউডারঃ ১/২ কাপ।
•দুধ- ১ কাপ
•বেকিং পাউডার- ১ চা চামচ
•ভ্যানিলা এসেন্স- ১ চা চামচ
•সুজি- ১ কাপ
•আইসড সুগারঃ ১/২ কাপ
•নুন- প্রয়োজন মত
•হুইপড ক্রিম- প্রয়োজনমত
পদ্ধতি:-
প্রথমেই মিক্সার গ্রাইন্ডারে সুজি ভালোভাবে পিষে একটি ডো বানিয়ে নিতে হবে। এরপর আলাদা দুটি পাত্র নিয়ে তার একটিতে ভালোভাবে কোকো পাউডার ও নুন মিশিয়ে নিন। অন্যটিতে চিনি, দুধ ভ্যানিলা এসেন্স ও মাখন দিয়ে অল্প আঁচে বসান। চিনি পুরোপুরি না গলে যাওয়া অবধি অপেক্ষা করুন। মাথায় রাখবেন মিশ্রণটি যেন বেশি ফুটে না যায়। এরপর এই মিশ্রণে একে একে  শুকনো উপকরণগুলি দিয়ে দিন। ব্যাটার তৈরি করে তা ১৫ মিনিট ঢেকে রাখবেন। এরমধ্যে ওভেনটি প্রি-হিট করুন। ময়দা, বেকিং সোডা, বেকিং পাউডার, ব্যাটারে যোগ করে নিন। তবে ব্যাটারে মাখন বেশি দেবেন না। এরপর তা ভালোভাবে বেক করে নিন। অন্য একটি পাত্রে শুকনো নারকেল ভালোভাবে ভেজে নিন। ভাজা হয়ে গেলে তা ঠিকমত ঠান্ডা করে তাতে একে একে চিনি, মিশিয়ে বেকড কেকের ওপর হুইপড ক্রিম ও নারকেলের মিশ্রণ ছড়িয়ে বানিয়ে ফেলুন নারকেলের কেক।