• facebook
  • twitter
Friday, 22 November, 2024

প্রকাশিত মাধ্যমিকের ফলাফল, জেলাভিত্তিক প্রথম দশে মাধ্যমিকে ১১৮ জন  

কলকাতা ,১৯ মে — মাধ্যমিকের পরীক্ষার্থীদের অপেক্ষার অবসান। আজ প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল।৭৬ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার (WBSE) ফল। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা  ৬,৮২,৩২১জন।   এবছর জেলা অনুযায়ী বিচারে পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর , দ্বিতীয় স্থানে কালিম্পং। তৃতীয় স্থানে কলকাতা । মাধ্যমিকে প্রথম হয়েছেন কাটোয়া দূর্গাদাসী চৌধুরাণী গার্লস হাই স্কুলের ছাত্রী দেবদত্তা মাঝি। দেবদত্তার প্রাপ্ত নম্বর ৬৯৭।

কলকাতা ,১৯ মে — মাধ্যমিকের পরীক্ষার্থীদের অপেক্ষার অবসান। আজ প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল।৭৬ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার (WBSE) ফল। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা  ৬,৮২,৩২১জন। 

 এবছর জেলা অনুযায়ী বিচারে পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর , দ্বিতীয় স্থানে কালিম্পং। তৃতীয় স্থানে কলকাতা । মাধ্যমিকে প্রথম হয়েছেন কাটোয়া দূর্গাদাসী চৌধুরাণী গার্লস হাই স্কুলের ছাত্রী দেবদত্তা মাঝি। দেবদত্তার প্রাপ্ত নম্বর ৬৯৭। এ বছর পাসের হার এবছর ৮৬.১৫ শতাংশ। প্রথম দশজনের মধ্যে রয়েছে ১১৮ জন ছাত্র। ১৬ টি জেলা থেকে প্রথম দশজনের মধ্যে রয়েছে ১১৮ জন ছাত্র-ছাত্রী। প্রথম বিভাগে পাস করেছে ১৩.৬৭ শতাংশ ছাত্র-ছাত্রী। প্রথম হয়েছে দেবদত্তা মাঝি, কাটোয়া দুর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুল। দেবদত্তা ৬৯৭ নম্বর পেয়ে প্রথম হয়েছে। দেবদত্তা ৬৯৭ নম্বর পেয়ে প্রথম হয়েছে সে। দ্বিতীয় শুভম পাল, রিফত হাসান সরকার, প্রাপ্ত নম্বর ৬৯১ তৃতীয় সৌম্যজিৎ মল্লিক, অর্ক মণ্ডল, সারওভার ইমতিয়াজ, মার্টিন হাসান, অর্ঘ্যদীপ সাহা। চতুর্থ সমাদৃতা সেন, অনীশ বাড়ুই। পঞ্চম শুভজিৎ দে, অরিজিৎ মণ্ডল। ষষ্ঠ  বিদিশা কুণ্ডু, সুতীর্থ পাল, অনীক বারুই, সৌম্যজিৎ দাস। 

দুপুর ১২টা থেকে ওয়েবসাইটে ফল জানা যাচ্ছে । প্রতিটি মার্কশিটে কিউআর কোড দেওয়া থাকছে। পাসের হারে প্রথম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং, তৃতীয় স্থানে কলকাতা। পাসের হারে চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর।