• facebook
  • twitter
Friday, 22 November, 2024

চোখের জলে মাধুরী বোঝালেন কত কিছু পাওয়া 

পনজি: একসময় শুধু ভারত নয় বিশ্বের বহু মানুষের হূদয়ের স্পদনের ওঠা নামা করত তাঁর নামে৷ তাই তিনি ধক্ধক্ গার্ল৷ সেই মাধুরী কিনা মঞ্চে উঠে ডুকরে ‌েঁকদে উঠলেন৷ শুনে অবাক হলেন নিশ্চই৷ তাঁর কান্নার কারণও জানতে উৎসুক৷ তাহলে শুনুন! ঘটনাটি গোয়ার৷ গোয়াতে শুরু হয়েছে ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব৷ সেখানে একটি বিশেষ পুরস্কারে সম্মানিত হয়েছেন ৯০ দশকে বলিউড

পনজি: একসময় শুধু ভারত নয় বিশ্বের বহু মানুষের হূদয়ের স্পদনের ওঠা নামা করত তাঁর নামে৷ তাই তিনি ধক্ধক্ গার্ল৷ সেই মাধুরী কিনা মঞ্চে উঠে ডুকরে ‌েঁকদে উঠলেন৷ শুনে অবাক হলেন নিশ্চই৷ তাঁর কান্নার কারণও জানতে উৎসুক৷
তাহলে শুনুন! ঘটনাটি গোয়ার৷ গোয়াতে শুরু হয়েছে ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব৷ সেখানে একটি বিশেষ পুরস্কারে সম্মানিত হয়েছেন ৯০ দশকে বলিউড উত্তাল করা অভিনেত্রী মাধুরী দীক্ষিত৷ ৩৮ বছর ধরে ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করছেন মাধুরী৷ তাঁকে সেই কারণেই সম্মান জানানো হয়েছে এদিন৷ মঞ্চে পুরস্কার নিতে উঠে আবেগতাডি়ত হয়ে পডে়ন মাধুরী৷ পুরস্কার গ্রহণ করে মাধুরী বলেছেন, “ভারতীয় সিনেমা আমাকে অনেক কিছু দিয়েছে৷ আমি দারুণ সব পরিচালকদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি৷ ভারতীয় চলচ্চিত্র জগৎ আমার পরিবারের মতো৷ সবচেয়ে বড় কথা কেরিয়ারে যে সময় যা হওয়ার কথা আমার সঙ্গে ঠিক তাই-ই হয়েছে৷
নিজের মাতৃভাষা কঙ্কনিতে ধন্যবাদ জ্ঞাপন করেছেন মাধুরী৷ অলক্ষ্যে এই বার্তাও দিয়েছেন, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হলেও ভারতীয় হিসেবে নিজের মাতৃভাষাকে সমাদর করা কতখানি জরুরি৷ মাধুরী সাফল্যের মাপকাঠি তাঁর সংস্কৃতির প্রতি যত্নও৷ একাধিক জনপ্রিয় এবং সফল হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি৷  তবে ডাঃ নেনেকে বিয়ে করার পর দীর্ঘ বিরতি নিয়েছিলেন অভিনেত্রী৷ বিদেশে চলে গিয়েছিলেন৷ দুই পুত্রের জননী হয়েছে৷ মাতৃত্বের দায়িত্ব পালন করার পর পর্দায় ফিরেছে স্বমহিমায়৷ কেবল সিনেমা নয়, ওয়েব সিরিজেও কাজ করেছেন মাধুরী৷ তাঁর কামব্যাক ছবির নাম ছিল ‘আজা নাচলে’৷