• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বাইডেনের গদি বাঁচানোর ‘সাজা’, ম্যাককার্থির স্পিকার পদ কেড়ে নিল রিপাবলিকানরা

ওয়াশিংটন, ৪ অক্টোবর– ২৩৪ বছরের ইতিহাসে এই প্রথম। কোনও স্পিকারকে বরখাস্ত করল তাঁরই দল। মার্কিন স্পিকার ম্যাককার্থিকে বাইডেনের গদি বাঁচানোর খেসারত দিতে হল নিজের পদ হারিয়ে। বাইডেন সরকার বাঁচাতে দিয়েছিলেন বিলের প্রস্তাব। তারই সাজা পেলেন রিপাবলিকান স্পিকার কেভিন ম্যাককার্থি । ডেমোক্রাটদের সাহায্য করায় মঙ্গলবার তাঁকেই মার্কিন হাউস অব রিপ্রেসেন্টেটিভের স্পিকার পদ থেকে সরিয়ে দিল কট্টরপন্থী রিপাবলিকানরা

ওয়াশিংটন, ৪ অক্টোবর– ২৩৪ বছরের ইতিহাসে এই প্রথম। কোনও স্পিকারকে বরখাস্ত করল তাঁরই দল। মার্কিন স্পিকার ম্যাককার্থিকে বাইডেনের গদি বাঁচানোর খেসারত দিতে হল নিজের পদ হারিয়ে। বাইডেন সরকার বাঁচাতে দিয়েছিলেন বিলের প্রস্তাব। তারই সাজা পেলেন রিপাবলিকান স্পিকার কেভিন ম্যাককার্থি । ডেমোক্রাটদের সাহায্য করায় মঙ্গলবার তাঁকেই মার্কিন হাউস অব রিপ্রেসেন্টেটিভের স্পিকার পদ থেকে সরিয়ে দিল কট্টরপন্থী রিপাবলিকানরা ।

চরম সঙ্কটে পড়েছিল বাইডেন সরকার। মার্কিন সরকারকে ব্যয় কমাতে হবে এই দাবি তুলেছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান সাংসদরা। ডেমোক্রাট-রিপাবলিকানদের বিরোধে আটকে ছিল সমস্ত বিল। সংসদ কার্যত অচল হয়ে যাওয়ায় পতনের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল বাইডেন সরকার। গত সপ্তাহের শনিবারই সরকার বাঁচানোর শেষ সময়সীমা ছিল। কিন্তু অচলাবস্থা তো কিছুতেই কাটছে না। ডেমোক্রাটরা বিল পাশ করাতে চাইলেও, ভোটাভুটিতে কিছুতেই রাজি ছিল না রিপাবলিকানরা। শেষ অবধি ডেমোক্রাটদের ত্রাতা হয়ে ওঠেন রিপাবলিকান স্পিকার কেভিন ম্যাককার্থি। তিনিই স্টপগেট বিলের প্রস্তাব দেন। মার্কিন কংগ্রেসে ভোটাভুটিতে পাশও হয়ে যায় সেই বিল। রক্ষা পায় বাইডেন সরকার।