• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ফের একধাক্কায় অনেকটা কমল বাণিজ্যিক গ্যাসের দাম

দিল্লি, ১ সেপ্টেম্বর — ঘরোয়া ব্যবহৃত গ্যাসে না হলেও বাণিজ্যিক গ্যাসের দাম কমে কিছুটা স্বস্তি।  দেশের চার মহানগরে বাণিজ্যিক এলপিজি দামও আরও খানিকটা কমিয়ে দিল তেল সংস্থাগুলি। সেপ্টেম্বরের শুরুতে একধাক্কায় ৯১.৫০-১০০ টাকা কমিয়ে দেওয়া হল বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজি সিলিন্ডারের দাম। সবচেয়ে বেশি দাম কমল কলকাতাতেই। বৃহস্পতিবার থেকে কলকাতায় বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমছে ১০০

দিল্লি, ১ সেপ্টেম্বর — ঘরোয়া ব্যবহৃত গ্যাসে না হলেও বাণিজ্যিক গ্যাসের দাম কমে কিছুটা স্বস্তি।  দেশের চার মহানগরে বাণিজ্যিক এলপিজি দামও আরও খানিকটা কমিয়ে দিল তেল সংস্থাগুলি। সেপ্টেম্বরের শুরুতে একধাক্কায় ৯১.৫০-১০০ টাকা কমিয়ে দেওয়া হল বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজি সিলিন্ডারের দাম। সবচেয়ে বেশি দাম কমল কলকাতাতেই।

বৃহস্পতিবার থেকে কলকাতায় বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমছে ১০০ টাকা। কলকাতায় আগে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ২০৯৫.৫০ টাকা। ১০০ টাকা কমে এখন তা হল ১৯৯৫.৫০ টাকা। অর্থাৎ দু’হাজারের নিচে নেমে এল। রাজধানী দিল্লিতে সিলিন্ডারপ্রতি বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে ৯১ টাকা ৫০ পয়সা। রাজধানীতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নতুন দাম ১,৮৮৫ টাকা। মুম্বইয়ে সিলিন্ডারপ্রতি বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে ৯২ টাকা ৫০ পয়সা। চার মহানগরের মধ্যে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার সবচেয়ে বেশি দামে বিকোচ্ছে চেন্নাইয়ে। তবে সেখানেও বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৯৬ টাকা কমে ২ হাজার ৪৫ টাকা হয়েছে।

প্রসঙ্গত, মে মাস থেকে শুরু করে এই নিয়ে টানা পাঁচমাস বাণিজ্যিক গ্যাসের দাম কমাল তেল সংস্থাগুলি।