চেন্নাই, ১৩ নভেম্বর – দীপাবলি উৎসবে গত দুইদিনে তামিলনাড়ুতে সাড়ে চারশো কোটি টাকার মদ বিক্রি হয়েছে। সরকারি সূত্রে খবর, শুধুমাত্র মাদুরাইতেই সর্বোচ্চ ১০৪.৭০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। চেন্নাইতে ১০০ কোটি টাকার বেশি মদ বিক্রি হয়েছে। দীপাবলির আগের দিন ১১ নভেম্বর , তামিলনাড়ুতে মদ বিক্রি হয়েছে ২২০. ৮৫ কোটি টাকার। রবিবার , ১২ নভেম্বর , ২৪৬.৭৮ কোটি টাকার মদ বিক্রি হয়। এই দুই দিনে সব মিলিয়ে ৪৬৭. ১৫ কোটি টাকার মদ বিক্রি হয়েছে বলে সরকারি সূত্রে খবর।
দীপাবলির আগের দিন অর্থাৎ ১১ নভেম্বর , চেন্নাইতে ৪৮ কোটি টাকার , ত্রিচিতে ৪০.০২ কোটি টাকার , সালেমে ৩৯.৭৮ কোটি টাকার মাদুরাইতে ৫২. ৭৩ কোটি টাকার এবং কোয়েম্বাটোরে ৪০.২০ কোটি টাকার মদ বিক্রি হয়। এদিন সর্বমোট মদ বিক্রি হয় ২২০.৮৫ কোটি টাকার। দী পাবলির দিন অর্থাৎ ১২ নভেম্বর মোদের মোট বিক্রি ২৪৬.৭৮ কোটি টাকা। চেন্নাইতে ৫২.০৮ কোটি , ত্রিচিতে ৫৫.৬০ কোটি, সালেমে ৪৬.৬২ কোটি মাদুরাইতে ৫১.৯৭ কোটি টাকার এবং কোয়েম্বাটোরে ৩৯. ৬১ কোটি টাকার মদ বিক্রি হয়।
সরকারি সূত্রে জানানো হয়, ১১ ও ১২ নভেম্বর দুই দিনে মাদুরাইতে সর্বাধিক ১০৪. ৭০ কোটি টাকা এবং কোয়েম্বাটোরে সর্বনিম্ন ৭৯.৮১ কোটি টাকার মদ বিক্রি হয়েছে।