আর্জেন্টিনা:- লিওনেল মেসির নেতৃত্বে আর্জেটিনা বিশ্বকাপ জিতেছে। জানা যাচ্ছে, আর্জেন্তিনার কিংবদন্তির জার্সি এবার নিলামে উঠছে। ফিফা বিশ্বকাপে যে জার্সিগুলি পরে মেসি খেলেছেন সেই জার্সি নিলামে উঠতে চলেছে। সূত্রের খবর সথেবি’স নামে যে সংস্থা নিলামের দায়িত্বে রয়েছে। তাদের দাবি অনুযায়ী মেসির বিশ্বকাপের জার্সি রেকর্ড দরে বিক্রি হতে পারে। ১০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি দর ওঠার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জানা গিয়েছে, কাতার বিশ্বকাপে যে জার্সিগুলি পরে মেসি খেলেছিলেন তার মধ্যে ৬টি নিলামে তোলা হচ্ছে। নিলাম পরিচালনা করবে যে সংস্থা তাদের আশা, ক্রীড়া স্মারক নিলামের ক্ষেত্রে নয়া রেকর্ড হতে চলেছে। ১০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি দর উঠলেও অবাক হওয়ার কিছু থাকছে না। নিউ ইয়র্কে নিলাম আয়োজন করা হচ্ছে। ফাইনালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল আর্জেটিনা। সেই ফাইনালের একটি জার্সিও থাকছে নিলামের ৬টি জার্সির মধ্যে। প্রসঙ্গত, মেসি অনেক ফুটবলারের মতোই খেলার শেষে নিজের জার্সি প্রতিপক্ষের ফুটবলারকে দেন। সে কারণেই প্রথমার্ধের জার্সির আধিক্য। সূত্রের খবর, নভেম্বরের ৩০ তারিখ থেকে ডিসেম্বরের ১৪ তারিখের মধ্যে মেসির জার্সিগুলি নিলামে তোলার কথা জানিয়েছে লন্ডনের সংস্থাটি। বিডিং চলাকালীন নিউ ইয়র্কে সংস্থার দফতরে গিয়ে জার্সিগুলি বিনামূল্যে দেখার সুযোগ পাবেন ফুটবলপ্রেমীরা। জর্ডনের জার্সির নজির মেসির জার্সি ছাড়িয়ে যাবে বলে আশাবাদী সথেবি’স। ফুটবলের কোনও স্মারকের সর্বাধিক দর ওঠার নিরিখে এগিয়ে দিয়েগো মারাদোনার জার্সি। মারাদোনার পর আর্জেন্তিনা বিশ্বকাপ জেতে মেসির নেতৃত্বেই। জানা গিয়েছে, নিলাম থেকে সংগৃহীত অর্থ ইউএনআইসিএএসের প্রকল্পে অনুদান হিসেবে দেওয়া হবে। বিরল রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য একটি শিশু হাসপাতালের সঙ্গে গাঁটছড়া রয়েছে লিও মেসি ফাউন্ডেশনের। সেখানেই এই অর্থ যাবে বলে সূত্রের খবর।