• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মহুয়াকে ‘বেঘর’ করতে কেন্দ্রকে চিঠি

দিল্লি, ১২ ডিসেম্বর– কয়েকদিন আগেই খারিজ হয়েছে তাঁর সাংসদ পদ৷ এবার তাঁকে ‘বেঘর’ করতে উঠে-পড়ে লাগল লোলসভার হাউজিং কমিটি৷ তিনি যেহেতু আর সাংসদ রইলেন না তাই সরকারি বাংলো খালি করতে হবে মহুয়া মৈত্রকে৷ সূত্রের খবর, কয়েকদিনের মধ্যেই তাঁকে সাংসদ বাংলো ছাড়তে বলা হয়েছে৷ ইতিমধ্যেই এই মর্মে নগরোন্নয়ন মন্ত্রককে চিঠি দিয়েছে লোকসভার হাউজিং কমিটি, এমনটাই জানা

দিল্লি, ১২ ডিসেম্বর– কয়েকদিন আগেই খারিজ হয়েছে তাঁর সাংসদ পদ৷ এবার তাঁকে ‘বেঘর’ করতে উঠে-পড়ে লাগল লোলসভার হাউজিং কমিটি৷ তিনি যেহেতু আর সাংসদ রইলেন না তাই সরকারি বাংলো খালি করতে হবে মহুয়া মৈত্রকে৷ সূত্রের খবর, কয়েকদিনের মধ্যেই তাঁকে সাংসদ বাংলো ছাড়তে বলা হয়েছে৷ ইতিমধ্যেই এই মর্মে নগরোন্নয়ন মন্ত্রককে চিঠি দিয়েছে লোকসভার হাউজিং কমিটি, এমনটাই জানা গিয়েছে৷ উল্লেখ্য, বিশেষ কোটার আওতায় মহুয়াকে সাংসদ বাংলো দেওয়া হয়েছিল৷ কিন্ত্ত গত সপ্তাহে তাঁর সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার পর সেই বাংলো ছাড়তে হতে পারে তৃণমূল নেত্রীকে৷
গত শুক্রবারই টাকা নিয়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগে এথিক্স কমিটির সুপারিশ অনুযায়ী সাংসদ পদ খুইয়েছেন তৃণমূলের মহুয়া৷ যদিও এই বহিষ্কারের সিদ্ধান্ত মেনে নিতে নারাজ মহুয়া৷ তাই সিদ্ধান্তের বিরোধিতা করে শীর্ষ আদলতের দ্বারস্থ হয়েছেন সদ্যপ্রাক্তন সাংসদ৷ দ্রুতই সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে৷ সূত্রের খবর, যে পদ্ধতিতে তৃণমূল সাংসদকে বহিষ্কার করা হয়েছে, তার তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন মহুয়া৷ ১৫ পাতার রিপোর্টে মহুয়া এও উল্লেখ করেছেন, তাঁকে জিজ্ঞাসাবাদের নামে ডেকে ব্যক্তিগত প্রশ্ন করে কীভাবে হেনস্তা করা হয়েছে৷ যথাযথ প্রক্রিয়া এডি়য়ে লোকসভায় স্রেফ সংখ্যাগরিষ্ঠতার গা-জোয়ারিতে তাঁর সাংসদ পদ কাড়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন মহুয়া৷
তবে টাকার বিনিময়ে প্রশ্ন অভিযোগে বিদ্ধ তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়েছে কংগ্রেস থেকে শুরু করে বহু বিরোধী দলই৷ বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন লোকসভার প্রাক্তন সেক্রেটারি জেনারেল পিডিটি আচার্যও৷ এথিক্স কমিটির কার্যপদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি৷