• facebook
  • twitter
Friday, 22 November, 2024

দ্রৌপদীর দরবারে বিশ্বভারতী

কলকাতা, ১২ জানুয়ারি– বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে এবার সংঘবদ্ধ বিশ্বের বিশিষ্ট শিক্ষাবিদরা। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে চিঠি পাঠালেন ভারত সহ বিশ্বের দুশো একষট্টি জন শিক্ষাবিদ। যাঁদের মধ্যে নাম রয়েছে বিশিষ্ট শিক্ষাবিদ নোয়াম চমস্কির। গত কয়েক বছর ধরেই বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে বারংবার নানা অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে সরব হয়েছে ছাএছাত্রীরাও। বিভিন্ন সময় অভিযোগ

কলকাতা, ১২ জানুয়ারি– বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে এবার সংঘবদ্ধ বিশ্বের বিশিষ্ট শিক্ষাবিদরা। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে চিঠি পাঠালেন ভারত সহ বিশ্বের দুশো একষট্টি জন শিক্ষাবিদ। যাঁদের মধ্যে নাম রয়েছে বিশিষ্ট শিক্ষাবিদ নোয়াম চমস্কির।

গত কয়েক বছর ধরেই বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে বারংবার নানা অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে সরব হয়েছে ছাএছাত্রীরাও। বিভিন্ন সময় অভিযোগ উঠেছে অধ্যাপকদের তরফেও। উপাচার্যের বিরুদ্ধে সরব হলেই ছাত্র-অধ্যাপক নির্বিশেষে সাসপেন্ড করা হয়েছে। সমস্যার কোনো সুরাহা না হওয়ায় এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হতে হলো.

বিশ্বভারতীর মতো এক বিশ্ববন্দিত শিক্ষা  প্রতিষ্ঠানের মান মর্যাদা রক্ষা করতে উদ্যোগী সমাজের বিশিষ্ট মহল. তাই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ হয়ে সমস্যা সমাধানের পথ খুঁজছে বিশ্বভারতী।