কলকাতা ,২২ অক্টোবর — বৃহস্পতিবার মাঝরাত থেকেই উত্তপ্ত সল্টলেকে করুণাময়ী চত্বর।টেট প্রার্থীদের অবস্থানে মধ্যরাতে পুলিশি অভিযান চালিয়ে মাত্র ১৬মিনিটে খালি করে দেওয়া হয় গোটা করুণাময়ী চত্বর।তাদের আন্দোলন ভঙ্গ করতে রীতিমতো চ্যংদোলা করে তোলা হয় পুলিশ ভ্যানে।পুলিশের এইরূপ বর্বর আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শুক্রবার দিনভর আন্দোলনে ছিল সিপিএমের ছাত্র-যুবরা । তাদের বিরোধিতাও ছিল দেখার মতো। শুধু সল্টলেক নয়, একাধিক জেলাতেও আন্দোলনে ছিল বামেরা। সেই তুলনায় বিজেপিকে ফেসবুক, টুইটারের বাইরে রাস্তায় সেভাবে দেখা যায়নি। বড় নেতারাও কেউ ছিলেন না। এ ব্যাপারে প্রতিক্রিয়া দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ।
এদিন ইকো পার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের প্রশ্নের উত্তরে দিলীপ কটাক্ষ করে বামেদের উদ্দেশে বলেন“বামেরা চিরদিন বিরোধিতা ভাল করতে পারে। আন্দোলন করতে পারে কিন্তু সরকার চালাতে পারে না, উন্নয়ন করতে পারে না। তাই লোকে তাদের বিসর্জন দিয়েছে।”দিলীপ এও বলেন, ‘সব দলই বিরোধিতা করছে। এবং করার দরকারও আছে। কারণ যে অমানবিক আচরণ পুলিশ করেছে তা কখনওই মেনে নেওয়া যায় না।’