• facebook
  • twitter
Thursday, 21 November, 2024

চালু হচ্ছে মাই ভারত প্ল্যাটফর্ম!

দিল্লি:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয়। সেই বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পরে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা মেরা যুব ভারত (মাই ইন্ডিয়া) স্থাপনের জন্য অনুমোদন দিয়েছে। সূত্রের খবর, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, দেশ ও বিদেশের কোটি কোটি যুবক মাই ভারত প্ল্যাটফর্মে যোগ দেবেন। এতে

দিল্লি:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয়। সেই বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পরে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা মেরা যুব ভারত (মাই ইন্ডিয়া) স্থাপনের জন্য অনুমোদন দিয়েছে। সূত্রের খবর, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, দেশ ও বিদেশের কোটি কোটি যুবক মাই ভারত প্ল্যাটফর্মে যোগ দেবেন। এতে ভারতকে উন্নত ও স্বনির্ভর করার স্বপ্ন পূরণ হবে। এর মাধ্যমে তরুণরা তাদের আশা-আকাঙ্খা পূরণ করতে পারবে। ৩১ অক্টোবর জাতির উদ্দেশে তা উৎসর্গ করা হবে। প্রসঙ্গত, এই দিনটিতেই বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী। জানা গিয়েছে, অনুরাগ ঠাকুর বলেছেন, ভারতের বর্তমান ও ভবিষ্যতের কথা মাথায় রেখে আনা হচ্ছে মাই ভারত প্ল্যাটফর্ম। এটি শুধুমাত্র তরুণদের অংশগ্রহণের জন্য। তিনিও ভারতকে ঐক্যবদ্ধ করার কথা বলেন। সূত্রের খবর, সাংবাদিকরা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরকে বলেন, আপনিও ভারতকে ঐক্যবদ্ধ করার কথা বলছেন, আবার কংগ্রেসও ভারত জোড়ো যাত্রার কথা বলছে। এর উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী ব্যাঙ্গাত্মকভাবে বলেন, প্রত্যেকের উচিত দেশকে এক করা। অনুভূতি সঠিক হওয়া উচিত। কেন্দ্রীয় মন্ত্রিসভাক বৈঠকে তিনটি খনিজের রয়্যালটির হার অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে লিথিয়াম ও নাইওবিয়ামের জন্য রয়্যালটির হার তিন শতাংশ এবং বেয়ার আর্থ এলিমেন্টসের জন্য এক শতাংশ নির্ধারণ করা হয়েছে। জানা গিয়েছে, অনেকেই আশাপ্রকাশ করেছিলেন এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ বৃদ্ধি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শেষ পর্যন্ত তা নেওয়া হয়নি। সূত্রের খবর এই মাসেই পরবর্তী মন্ত্রিসভার বৈঠকে এব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে।