সরকারি সম্পত্তি হওয়ার জন্য সেগুলি বিক্রির অনুমতি ছিল না। লালবাজার সূত্রের খবর, এই ই-নিলামের উদ্দেশ্য মূলত দু’টি। প্রথমত, বাতিল জিনিসপত্র হটিয়ে থানা চত্বর পরিচ্ছন্ন রাখা এবং দ্বিতীয়ত, নিলামের মাধ্যমে আদায় হওয়া টাকা দিয়ে থানার জন্য জিনিস কেনা।
কলকাতা,৩১ মে — দীর্ঘদিন থেকে পরে থাকা অব্যবহৃত আসবাবপত্র সরানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল লালবাজার।থানায় জমা পড়া নানান জিনিস যেগুলি বছরের পর বছর পরে আছে।নানান সরকারি সম্পত্তি যেগুলোর কোনো ব্যবহার হয় না। তারপর বাতিল বৈদ্যুতিন বর্জ্য, সব কিছুই ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকে থানার বিভিন্ন জায়গায়। এতে যেমন থানার অভ্যন্তরীণ পরিবেশ দেখতে অপরিষ্কার মনে হয়। তেমনই অনেকটা
সরকারি সম্পত্তি হওয়ার জন্য সেগুলি বিক্রির অনুমতি ছিল না। লালবাজার সূত্রের খবর, এই ই-নিলামের উদ্দেশ্য মূলত দু’টি। প্রথমত, বাতিল জিনিসপত্র হটিয়ে থানা চত্বর পরিচ্ছন্ন রাখা এবং দ্বিতীয়ত, নিলামের মাধ্যমে আদায় হওয়া টাকা দিয়ে থানার জন্য জিনিস কেনা।
© 2024 - All rights reserved.