টাকার উপর লক্ষ্মী-গণেশের ছবিও ছাপা হলে উন্নতি হবে, প্রধানমন্ত্রীর কাছে আবেদন কেজরীওয়ালের

দিল্লি, ২৬ অক্টোবর– দেশে উন্নতি চাইলে টাকার উপর শুধু মহাত্মা গান্ধির ছবি কেন, সেই সঙ্গে লক্ষ্মী ও গণেশের ছবিও ছাপা হোক। তাঁদের ছবি দিয়েই ছাপানো হোক নতুন নোট! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এমনই আবেদন জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল ।

কেজরীওয়ালের পরামর্শ, নোটের গায়ে একদিকে মহাত্মা গান্ধির ছবি যেমন আছে তেমন থাকতে পারে, অন্য পিঠে লক্ষ্মী ও গণেশের ছবি থাকতে পারে। কারণ টাকার গায়ে সম্পদের দুই দেবদেবীর ছবি থাকলে দেশের উন্নতি হবে, অর্থনীতিতে জোয়ার আসবে।

কেজরীওয়ালের কথায়, ‘কোনও কোনও সময় অনেক চেষ্টা করেও সমৃদ্ধি আসে না। আসলে দেবদেবীদের আশীর্বাদ না থাকলে বহু চেষ্টার শেষেও আশানুরূপ ফল মেলে না। আমি সেই কারণে প্রধানমন্ত্রী মোদীর কাছে অনুরোধ করছি, টাকার গায়ে গণেশ এবং লক্ষ্মীর ছবি ছাপা হোক।’