• facebook
  • twitter
Thursday, 21 November, 2024

তামিলনাড়ুতে ‘লক্ষ্মীর ভাণ্ডার’, কোটির বেশি মহিলাকে মাসে ১ হাজার

চেন্নাই, ১৫ সেপ্টেম্বর– ‘লক্ষ্মীর ভাণ্ডার’, মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়নের বাংলা মডেল দেশে আরও একটি রাজ্যে চালু হল। শুক্রবার এই তালিকায় নাম লেখাল তামিলনাড়ু । মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ঘোষণা করেছেন, রাজ্যের এক কোটি ছয় লাখ মহিলাকে আপাতত মাসে এক হাজার টাকা করে দেওয়া হবে। ওই অর্থ সরাসরি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে।তামিলনাড়ু সরকার এই প্রকল্পের নাম রেখেছে কলাইগনার মাগালির উড়িমাই

চেন্নাই, ১৫ সেপ্টেম্বর– ‘লক্ষ্মীর ভাণ্ডার’, মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়নের বাংলা মডেল দেশে আরও একটি রাজ্যে চালু হল। শুক্রবার এই তালিকায় নাম লেখাল তামিলনাড়ু । মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ঘোষণা করেছেন, রাজ্যের এক কোটি ছয় লাখ মহিলাকে আপাতত মাসে এক হাজার টাকা করে দেওয়া হবে। ওই অর্থ সরাসরি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে।তামিলনাড়ু সরকার এই প্রকল্পের নাম রেখেছে কলাইগনার মাগালির উড়িমাই তির্থম। বাংলায় কলাইগনার মহিলা অধিকার প্রকল্প। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা স্টালিনের বাবা প্রয়াত এম করুণানিধিকে সম্মান জানাতে মানুষ কলাইগনার সম্বোধন করত। এই তামিল শব্দের অর্থ অতুলনীয় শিল্পী।

শুক্রবার, ১৫ সেপ্টেম্বর হল ডিএমকের প্রতিষ্ঠাতা সি আন্নাদুরাইয়ের ১১৫ তম জন্মদিন। এবছরই আবার জন্ম শতবর্ষ পালিত হচ্ছে করুণানিধির। দলের দুই প্রাতঃস্মরণীয় নেতাকে স্মরণ করে শুক্রবার মহিলাদের ভাতা দেওয়ার এই প্রকল্প চালু করা হল।