কলকাতা, ৯ ডিসেম্বর —আজ, শুক্রবার সকালে শিয়ালদহের কাছে দুই বাসের রেষারেষিতে বড়সড়ো দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন কুণাল ঘোষ। দু’টি বেসরকারি বাসের রেষারেষির মাঝে পড়ে যায় কুণাল ঘোষের গাড়ি। একটি বেসরকারি বাস অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা মারে কুণালের গাড়িতে। তাঁর গাড়ির সাইড মিরর ভেঙে গেছে।
এদিন সকালে কলকাতা থেকে হলদিয়া যাচ্ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। সেখানেই কর্মসূচি রয়েছে তাঁর। শিয়ালদহ স্টেশনের কাছ দিয়ে যাওয়ার সময়ে একটি বেসরকারি বাস অন্য বাসগুলিকে ওভারটেক করছিল রাস্তায়। সে সময়ই আচমকা তাঁর গাড়িতে ধাক্কা মারে ওই বাসটি। গাড়ির যে দিকে বসেছিলেন কুণাল, সে দিকের কাচই ভেঙে গিয়েছে বলে জানা গেছে।
পুলিশে অভিযোগ দায়ের হয়েছে এই ঘটনায়। আইন অনুযায়ী বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি। তবে এদিন সকালে বাসটিকে যাতে দীর্ঘ ক্ষণ আটকে রাখা না হয়, সে কথাও পুলিশকে বলে কুণাল। কারণ অফিস যাত্রীদের অসুবিধা হতে পার