কলকাতা,২১ এপ্রিল — তাপমাত্রার পারদ ক্রমশ বাড়ছে। প্রবল তাপপ্রবাহে পুড়ছে গোটা রাজ্যবাসী ।মাত্রাধিক গরম থাকার কারণে মানুষের জীবন যেন ওষ্ঠাগত। বাড়িতে পাখার হাওয়ায় মিলছে না স্বস্তি। এই অবস্থায় মানুষ একটু বৃষ্টির আশায় চাতকের মতো চেয়ে আছে।তাপমাত্রার পারদ রেকর্ড গড়েছে, কোথাও ৪০, আবার ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। কোথাও কোথাও আবার ৪৫ ছুঁইছুঁই। তারমধ্যেই আশারবাণী শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ।
কিন্তু শুক্রবার সকালে আশার এল দেখতে পায় কলকাতাবাসী । গত রাতে দু এক ফোঁটা বৃষ্টিও পরে ।মানুষের মনে একটু আশা জাগলেও আজ সকালে আকাশে ছিল রোদ। কিন্তু যদিও সেটা বাকি পাঁচটা দিনের এত প্রখর ছিল না। এদিকে বেলা গড়াতেই আচমকা কলকাতার আকাশে দেখা দিলো মেঘ ।চারিদিক মেঘে ঢেকে গেলো। সঙ্গে বইছে মৃদু হাওয়া। এইসব দেখে আজ বৃষ্টির সম্ভাবনা আছে বলে মনে করছেন অনেকেই।