• facebook
  • twitter
Saturday, 28 December, 2024

ফের জাদু করতে আসছে আসছে ‘কোই মিল গ্যায়া’

মুম্বই: ২০০৩ সালে মুক্তি পাওয়া কোই মিল গ্যায়া সিনেমাটি ৮ থেকে ৮০ সবারই পছন্দের তালিকায় ছিল। এ সিনেমার প্রধান আকর্ষণ ছিল যাদু। সিনেমাটিকে হৃতিক রোশন ও প্রীতি জিনতার আসাধারন অভিনয় বক্সঅফিসে এনে দিয়েছিল ব্লকবাস্টারের স্বীকৃতি। ভাবছেন আরেকবার দেখলে কেমন হয় ? একটু অপেক্ষা করুন ফের নতুন করে এই সিনেমা দেখতে পারেন হলে গিয়েই।  ‘কোই মিল

মুম্বই: ২০০৩ সালে মুক্তি পাওয়া কোই মিল গ্যায়া সিনেমাটি ৮ থেকে ৮০ সবারই পছন্দের তালিকায় ছিল। এ সিনেমার প্রধান আকর্ষণ ছিল যাদু। সিনেমাটিকে হৃতিক রোশন ও প্রীতি জিনতার আসাধারন অভিনয় বক্সঅফিসে এনে দিয়েছিল ব্লকবাস্টারের স্বীকৃতি।

ভাবছেন আরেকবার দেখলে কেমন হয় ? একটু অপেক্ষা করুন ফের নতুন করে এই সিনেমা দেখতে পারেন হলে গিয়েই।  ‘কোই মিল গ্যায়া’র ২০ বছর পূর্তি উপলক্ষে ৪ আগস্ট সারা দেশে আবার মুক্তি পাবে সিনেমাটি।

খবর অনুযায়ী, ‘কোই মিল গ্যায়া’ সিনেমাটির ২০ বছর পূর্তি উপলক্ষে পরিচালক রাকেশ রোশন পিভিআরের সহযোগিতায় ভারতের ৩০টি শহরে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পরিচালক রাকেশ রোশন জানান, আজও তিনি ইন্টারনেটে ছবিটি নিয়ে নানারকম মেমে দেখতে পান। 

তার কথায়, আমাদের চলচ্চিত্রের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি মানসিক প্রতিবন্ধী যুবক, ছেলেটির গভীর আবেগপূর্ণ গল্প, তার যাত্রা, তার মা, বন্ধুবান্ধব এবং নিশার সঙ্গে তার সম্পর্ক, একমাত্র প্রাপ্তবয়স্ক মেয়ের তাকে বোঝা, জাদু নামের এক বন্ধুত্বপূর্ণ এলিয়েনের সঙ্গে ওই প্রতিবন্ধী ছেলেটির সম্পর্ক, ন্যূনতম ভিএফএক্স সবটাই এই ছবিটির মূল ইউএসপি।

রাকেশ রোশান আরও বলেন, সিনেমাটি মূলত শিশুদের সঙ্গে সংযুক্ত। আমাদের ভাবনা হল, এই সিনেমাটির নস্টালজিয়াকে পুনরুজ্জীবিত করা এবং পিভিআর আইনক্স সিনেমায় এটিকে পুনরায় মুক্তি দেওয়া। আমরা আশা করি একটি পারিবারিক ভ্রমণের মাধ্যমে অভিভাবকেরা নিজেদের পুরোনো স্মৃতিতে ফিরে যাবেন এবং তাদের বাচ্চাদের সিনেমা হলে নিয়ে যাবেন। নতুন প্রজন্মকে জাদুর সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। সিনেমার আবারও মুক্তি দর্শককে নস্টালজিক করে তুলবে। এই ছবিতে হৃতিক রোশন, প্রীতি জিনতা এবং রেখা মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। এই ছবির সংস্করণ হিসেবে কৃষ এবং কৃষ ৩ নামে আরও দুটি চলচ্চিত্র মুক্তি পেয়েছিল।