• facebook
  • twitter
Thursday, 21 November, 2024

জন্ম খরায় ত্রাহিমাম কিম জং উন

মহিলাদের কাছে আর্জি, ‘আরও সন্তান জন্ম দিন’ প্যাংগং, ৬ ডিসেম্বর–  তাঁর দৌর্দন্ডপ্রতাপ শাসনে ‘বাঘে গরুতে এক ঘাটে জল খায়৷’ উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের নাকি জন্ম খরায় ত্রাহিমাম অবস্থা৷ এমন অবস্থা যে খোদ কিম জং উনকে নাকি কেঁদে ভাসাচ্ছেন৷   এমনই বিরল দৃশ্যের সাক্ষী রইল বিশ্ব৷ উত্তর কোরিয়ার জাতীয় মাতৃ দিবসে সম্মেলনে বক্তব্য রাখতে

মহিলাদের কাছে আর্জি, ‘আরও সন্তান জন্ম দিন’
প্যাংগং, ৬ ডিসেম্বর–  তাঁর দৌর্দন্ডপ্রতাপ শাসনে ‘বাঘে গরুতে এক ঘাটে জল খায়৷’ উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের নাকি জন্ম খরায় ত্রাহিমাম অবস্থা৷ এমন অবস্থা যে খোদ কিম জং উনকে নাকি কেঁদে ভাসাচ্ছেন৷   এমনই বিরল দৃশ্যের সাক্ষী রইল বিশ্ব৷
উত্তর কোরিয়ার জাতীয় মাতৃ দিবসে সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আবেগঘন হয়ে পডে়ন সে দেশের প্রশাসক কিং জং উন৷ উত্তর কোরিয়ার মহিলাদের কাছে তিনি অনুরোধ জানান, তাঁরা যেন আরও সন্তান ধারণ করেন এবং তাদের এমনভাবে বড় করে তোলেন যে দেশপ্রেমী হন তাঁরা৷সোমবার প্যাংগংয়ে মাতৃ দিবসের অনুষ্ঠানে কিম দেশের মহিলাদের কাছে বেশি করে সন্তান ধারণের অনুরোধ করেন৷ উত্তর কোরিয়ায় ক্রমশ যেভাবে জন্মহার কমছে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন কিম৷ সেই কথা বলতে বলতেই দেখা যায়, চোখ মুছছেন তিনি৷ তাঁকে কাঁদতে দেখে দর্শকাসনে বসে থাকা অনেককেই চোখ মুছতে দেখা যায়৷ যদিও অনেকেরই দাবি, গোটা অনুষ্ঠানটিই সাজানো৷ কিমের কান্নাও নকল৷সম্প্রতিই রাষ্ট্রসঙ্ঘের জনসংখ্য়া ফান্ডের তরফে জানানো হয়, উত্তর কোরিয়ায় জন্মহার কমে দাঁডি়য়েছে ১.৮ শতাংশে৷ যথেষ্ট উদ্বেগজনক এই পরিসংখ্য়ান৷ তবে শুধু উত্তর কোরিয়াই নয়, দক্ষিণ কোরিয়াতেও জন্মহার ব্যাপক কমেছে৷ গত বছর ০.৭৮ শতাংশে নেমে গিয়েছিল দক্ষিণ কোরিয়ার জন্মহার৷ ক্রমশ হ্রাসপ্রাপ্ত জনসংখ্যা নিয়ে চিন্তিত জাপানও৷ সেখানে জন্মহার ১.২৬ শতাংশে কমে দাডি়য়েছে৷জনসংখ্যা বাড়াতে উত্তর কোরিয়া সরকারের তরফে সম্প্রতিই নানা প্রকল্পের ঘোষণা করা হয়েছে৷ তিন বা তার বেশি সন্তান থাকলে, বাডি়ভাড়া মকুব, বিনামূল্যে খাবার ও ওষুধ সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে৷