কিভ কর্তৃপক্ষের দাবি, রাশিয়ার দু’টি পরপর মিসাইল হামলার জেরেই এই ভয়াবহ বিস্ফোরণ। প্রসঙ্গত, শনিবারই ইউক্রেনের ঝাঁপোরিঝিয়ায় রকেট হামলায় ১৭ জন নিহত ও ৪০ জন আহত হন।
কিয়েভে বিস্ফোরণের ছবি সারাদিন ধরে ঘুরতে থাকে সোশ্যাল মিডিয়ায়। জানা যায়, কিভের শেভেশেনকো এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সুসজ্জিত এই শহরে বহু প্রাচীন, ঐতিহাসিক স্থাপত্যের নিদর্শন ছিল,তার অনেকটাই ধ্বংস হয়ে গেছে ।কিভের বিস্ফোরণস্থলে ছড়িয়ে পড়ে রয়েছে বেশ কিছু মৃতদেহও। তবে হতাহতের সংখ্যা এখনও সরকারি ভাবে জানা যায়নি। বেসরকারি সূত্রের খবর, অন্তত ৮ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন এবং ২৪ জন আহত হয়েছেন।