স্বাধীনতা দিবসের আগে ওয়াঘা বর্ডারে দেশমাতাকে শ্রদ্ধা জানালেন কিয়ারার আডবাণী।

ওয়াঘা:- জাতি-ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ভারতীয়ের কাছে স্বাধীনতা দিবস দিনটি খুবই গুরুত্বপূর্ণ। ১৫ই আগস্ট ১৯৪৭ সালে ২০০ বছরেরও বেশি ব্রিটিশ শাসনের সমাপ্তি হয়। বহু মানুষের আত্মবলিদান দিয়ে স্বাধীনতা এনেছিল। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, ভগত সিং, চন্দ্র শেখর আজাদ, সুভাষ চন্দ্র বসু সহ আরও অনেক নেতা ভারতীয় স্বাধীনতা সংগ্রামের বিশেষ ভূমিকা পালন করেছিলেন। প্রতি বছর এই দিনে ভারতের বিভিন্ন স্থানে সম্মান জানানো হয় সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের। এবার স্বাধীনতা দিবসের আগে দেশ মাতাকে শ্রদ্ধা জানিয়ে খবরে এলেন অভিনেত্রী কিয়ারা আডবাণী। সম্প্রতি, আত্তারি-ওয়াঘা বর্ডারে অনুষ্ঠিত বিটিং রিট্রিট অনুষ্ঠানে উপস্থিত হন নায়িকা। শুধু উপস্থিত-ই নন, অনুষ্ঠানে অংশও নিয়েছিলেন। আর সে ছবি পোস্ট করলেন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। কিয়ারার এমন পদক্ষেপে সকলে প্রশংসা করেছেন। ভাইরাল হয়েছে কিয়ারার বেশ কিছু ছবি। যেখানে দেখা যাচ্ছে হাতে ভারতের পতাকা নিয়েছেন কিয়ারা। ওয়াঘা বর্ডারের সামনে দাঁড়িয়ে সেই পতাকা নিয়ে। সারা বছর প্রতিদিন এই ভারত-পাকিস্তান সীমান্তে বিশেষ রীতি মেনে দিনের শুরুতে পতাকা উত্তোলন করা হয় এবং সূর্যাস্তের সময় পতাকা নামিয়ে নেওয়া হয়। এই বিশেষ অনুষ্ঠান দেখতে সারা বছর উপস্থিত হন শয় শয় ভারতবাসী। এবার স্বাধীনতা দিবসের ঠিক আগেই ওয়াঘা বর্ডারের বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হলেন কিয়ারা। স্বাধীনতা দিবসের আগে কিয়ারার এমন কর্মকান্ড নজর কেড়েছে সকলের। দেশ মাতাকে শ্রদ্ধা জানাতে নায়িকা উপস্থিত হয়েছিলেন সেখানে।