• facebook
  • twitter
Friday, 22 November, 2024

প্রধানমন্ত্রীর বাবাকেও ছাড়লেন না খাড়গে

হায়দরাবাদ, ১৮ নভেম্বর– তেলঙ্গানায় নির্বাচনী প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে৷ তবে এই মন্তব্যকে বিতর্কিত না বলে সীমানা ছাড়ানো বলাই ভালো৷ কারণ খাড়গে এদিন মোদিকে কটাক্ষ করতে গিয়ে টেনে আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবাকে৷ দিন কয়েক বাদেই তেলঙ্গানায় বিধানসভা নির্বাচন৷ তাই উঠেপড়ে প্রচারে নেমে পড়েছে সমস্ত দলের কর্মীরাই৷ সজোরে চলছে কংগ্রেসের প্রচার

হায়দরাবাদ, ১৮ নভেম্বর– তেলঙ্গানায় নির্বাচনী প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে৷ তবে এই মন্তব্যকে বিতর্কিত না বলে সীমানা ছাড়ানো বলাই ভালো৷ কারণ খাড়গে এদিন মোদিকে কটাক্ষ করতে গিয়ে টেনে আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবাকে৷
দিন কয়েক বাদেই তেলঙ্গানায় বিধানসভা নির্বাচন৷ তাই উঠেপড়ে প্রচারে নেমে পড়েছে সমস্ত দলের কর্মীরাই৷ সজোরে চলছে কংগ্রেসের প্রচার অভিযানও৷ সেই অভিযানে তেলেঙ্গানায় শুক্রবার নির্বাচনী প্রচারে গিয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে৷ সেখানেই প্রধানমন্ত্রী মোদিকে আক্রমণ করে বলেন, ‘প্রধানমন্ত্রী স্বভাবগতভাবে মিথ্যাবাদী, কোনও প্রতিশ্রুতি পূরণ করেননি তিনি’৷ তবে এখানেই থেমে না থেকে এরপর তিনি প্রধানমন্ত্রীর বাবাকেও আক্রমণ করেন৷ তাঁকেও মিথ্যাবাদী বলেন৷ খাড়গে বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিজেপি ক্ষমতায় আসলে সকলের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে পাঠানো হবে৷ কারোর অ্যাকাউন্টে সেই টাকা এসেছে? তাহলে কে মিথ্যাবাদী হল, কংগ্রেস নাকি মোদি? কৃষকদেরও প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদের উপার্জন দ্বিগুণ হয়ে যাবে৷ আপনারাই বলুন উপার্জন কি দ্বিগুণ হয়েছে? শুধু প্রধানমন্ত্রীই নন, প্রধানমন্ত্রীর বাবাও মিথ্যাবাদী৷ উনিও বলেন আমি এই করেছি, ওই করেছি৷’ প্রধানমন্ত্রীর পাশাপাশি তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকেও প্রতিশ্রুতি পূরণ না করা নিয়ে আক্রমণ করেন৷