লন্ডন, ২০ মার্চ — পাঞ্জাবে খলিস্তানি নেতা অমৃতপাল সিংয়ের গ্রেপ্তারি অভিযান শুরু হতেই বিদেশের মাটিতে সমর্থকদের হাঙ্গামা শুরু। প্রসঙ্গত জানা গিয়েছে, রবিবার যখন অমৃত পাল সিংকে গ্রেপ্তারের জন্য পঞ্জাব পুলিশ তল্লাশি চালাচ্ছে বিভিন্ন জায়গায়, সে সময় লন্ডনে ভারতীয় হাই কমিশনারের দপ্তরের বাইরে এক দল খলিস্তানি সমর্থক বিক্ষোভ দেখায়। শুধু তাই নয়, দূতাবাসের ভেতরে ঢুকে ভারতের জাতীয় পতাকা নামিয়ে দেয় বিক্ষোভকারীরা। খুব স্বাভাবিকভাবেই লন্ডনের মতন শহরে এহেন ঘটনা অত্যন্ত চাঞ্চল্য তৈরি করেছে।
একই দাবিতে আমেরিকার সান ফ্রান্সিসকোয় ভারতীয় দূতাবাসে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠল খলিস্তানপন্থীদের বিরুদ্ধে। দূতাবাসের দেওয়ালে ‘ফ্রি অমৃতপাল’দেওয়াল লিখনও চোখে পড়েছে।