কলকাতা , ২২ ফেব্রুয়ারি — কেরালায় মাধ্যমিকের পরীক্ষার্থী বৃদ্ধি পেয়েছে, আর বাংলায় কমেছে।করোনাই যদি বাংলায় পরীক্ষার্থী কমে যাওয়ার কারণ হয়ে থাকে, তবে কেরালায় কোমল না কেন? শুধু কেরালা নয়, ঝাড়খণ্ডের পরীক্ষার্থী বৃদ্ধির সংখ্যাও পশ্চিমবঙ্গের শিক্ষা দফতরের করোনা যুক্তি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।